জাবিতে ছাত্রীর মৃত্যুর বিচারের দাবিতে রেজিস্ট্রার ভবনে তালা

, ক্যাম্পাস

জাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-11-24 13:53:06

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ৫৩ ব্যাচের শিক্ষার্থী আফসানা করিম রাচির মৃত্যুর ঘটনায় জড়িত রিকশা চালককে অবিলম্বে গ্রেফতারের দাবিতে রেজিস্ট্রার ভবনে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি পালন করছে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীরা।

রোববার (২৪ নভেম্বর) সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে জড়ো হয়ে একটি বিক্ষোভ-মিছিল নিয়ে রেজিস্ট্রার ভবনে তালা ঝুলিয়ে দেয় রাচির সহপাঠী ও প্রথম বর্ষের শিক্ষার্থীরা।

এ বিষয়ে অবস্থান কর্মসূচিতে অংশ নেয়া গণিত বিভাগের শিক্ষার্থী সাইফুল ইসলাম বলেন, আমরা দুই দিনের আল্টিমেটাম দিয়েছিলাম খুনিকে আটক করার জন্য কিন্তু আমরা কোন ধরনের অগ্রগতি দেখতে পাচ্ছিনা। আমরা আজকে প্রশাসনিক ভবনে তালা দিয়েছি। যতক্ষণ না পর্যন্ত আমরা মামলার অগ্রগতি সম্পর্কে জানতে পারছি ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।

কতক্ষণ পর্যন্ত তালাবদ্ধ থাকবে প্রশ্নের জবাবে তিনি বলেন, উপাচার্য স্যার সহ মামলার দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা আমাদের অবহিত করবেন মামালার অগ্রগতি সম্পর্কে সেই সাথে কতদিনের মধ্যে তারা অপরাধীকে গ্রেফতারে সক্ষম হবেন এমন সময়সীমা দিবেন। তারপর আমরা অবরোধ থামাবো।

এসময় মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ফয়সাল হোসেন বলেন, আমাদের বোনকে হত্যা করা হয়েছে। ৪ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি এমনকি শনাক্ত করা হয়নি। আমরা আমাদের ব্যাচের পক্ষ থেকে সকল ধরনের ক্লাস পরীক্ষা বর্জন করেছি। খুনিকে গ্রেফতার না করা পর্যন্ত আমরা ক্লাসে ফিরে যাব না।

Related News