হাসনাত-সারজিসকে হত্যাচেষ্টার প্রতিবাদে জাবিতে বিক্ষোভ

, ক্যাম্পাস

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-11-28 06:13:34

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সমন্বয়ক সারজিস আলমকে ট্রাকচাপা দিয়ে হত্যাচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বুধবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বটতলায় শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা।

মিছিলে শিক্ষার্থীদের ‘হাসনাতের ওপর হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘সারজিসের ওপর হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘ফ্যাসিবাদের আগ্রাসন, রুখে দেবে জনগণ’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

সমাবেশে রসায়ন বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী রাকিব হোসাইন বলেন, স্বৈরাচারী শাসনের দোসররা দেশে ফ্যাসিবাদের চর্চা চালিয়ে যাচ্ছে। হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমের ওপর হামলা একটি পরিকল্পিত হত্যাচেষ্টা। প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং দ্রুত অপরাধীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাবি শাখার অন্যতম সমন্বয়ক তৌহিদ সিয়াম বলেন, এটি নিছক দুর্ঘটনা নয়, বরং একটি পূর্বপরিকল্পিত হামলা। যারা এ ঘটনা ঘটিয়েছে, তাদের পরিচয় ২৪ ঘণ্টার মধ্যে প্রকাশ করতে হবে। অন্যথায় আমরা দেশব্যাপী ছাত্র আন্দোলনের ডাক দিতে বাধ্য হব।

Related News