দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণ দেখিয়ে গত বছরের মার্চে বন্ধ হওয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া একই বছরের আগস্টে চালু করা হলেও মাস পেরোনোর আগেই তা আবার বন্ধ হয়ে যায়। দীর্ঘ ২১ মাস বন্ধ থাকা ‘কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া’ আগামী ৫ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে চালু হতে যাচ্ছে। এর মধ্যে প্রাথমিক ট্রায়াল হিসেবে চালু করবেন আগামী ৯-১০ ডিসেম্বর।
টিএসসিসি'র পরিচালক অধ্যাপক ড. মো. জাকির হোসেন এ বিষয়ে নিশ্চিত করেছেন। ক্যাফেটেরিয়াটির নতুন ম্যানেজার থাকছেন মো. রাজু আহমেদ।
জানা যায়, পূর্বঘোষিত ১০ ডিসেম্বর ২০২৩-২৪ শিক্ষাবর্ষের সেন্ট্রাল ওরিয়েন্টেশন প্রোগ্রাম উপলক্ষে শিক্ষার্থীদের সুবিধার্থে ৯ ও ১০ ডিসেম্বর দু'দিন প্রাথমিক ট্রায়াল হিসেবে চালু থাকছে ক্যাফেটেরিয়াটি। সেদিন ম্যানেজার কিছু খাবার পরিবেশন করবেন যা শিক্ষার্থীদের রিভিউ নিয়ে এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিজেও টেস্ট করে দেখে উপযুক্ত মনে হলে ৫ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে চালু করা হবে। মাঝখানে শীতকালীন ছুটি থাকায় ৫ জানুয়ারি থেকে চালু হচ্ছে বলে জানা যায়।
টিএসসিসি'র পরিচালক অধ্যাপক ড. জাকির হোসেন জানান, শিক্ষার্থীদের দাবি দাওয়া ও চাহিদার ভিত্তিতে কাজ করে যাব। বাস্তবায়নের মাধ্যমে কাজের প্রমাণ দেখাব বরং ঘোষণার মাধ্যমে নয়। আগামী ৫ জানুয়ারি আনুষ্ঠানিক উদ্বোধন হবে এবং ৯ ও ১০ ডিসেম্বর ট্রায়াল হিসেবে চালু করা হবে। প্রশাসনের পক্ষ থেকে ভর্তুকি না থাকলেও তৃতীয় পক্ষ হিসেবে নতুন ম্যানেজার আন্তরিকতার সহিত সেবা দিয়ে যাবে বলে আশাবাদী।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনসহ টিএসসিসির ওয়াশরুম থেকে পানির ট্যাপ চুরি হয়েছে। সেগুলো দ্রুত বসানোর ব্যবস্থা এবং সিকিউরিটি জোরদার করার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে অনুরোধ করছি।
উল্লেখ্য, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে ২০২৩ সালের ১২ মার্চ ক্যাফেটেরিয়া বন্ধ করেন তৎকালীন ম্যানেজার আরিফুল ইসলাম। একই বছরের আগস্ট মাসে দায়িত্ব নেন রাজিব নামের অপর একজন। তবে মাস পেরোনোর আগেই তা আবার বন্ধ করে দেন তিনি। ফলে প্রায় ২১ মাস এটি বন্ধ থাকে। পরবর্তীতে নতুন টিএসসিসি পরিচালকের প্রচেষ্টায় ক্যাফেটেরিয়াটি পুনরায় চালু করার উদ্যোগ নেয়া হয়।