বাংলাদেশ হাইকমিশনে হামলার প্রতিবাদে জাবি ছাত্রদলের বিক্ষোভ

  • মাহমুদুল হাসান, জাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.ক
  • |
  • Font increase
  • Font Decrease

বাংলাদেশ হাইকমিশনে হামলার প্রতিবাদে জাবি ছাত্রদলের বিক্ষোভ

বাংলাদেশ হাইকমিশনে হামলার প্রতিবাদে জাবি ছাত্রদলের বিক্ষোভ

আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা এবং ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিক্ষোভ-মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

বুধবার (৪ ডিসেম্বর) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বরে একটি বিক্ষোভ-মিছিল নিয়ে শহীদ মিনার প্রাঙ্গণে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়৷

বিজ্ঞাপন

সমাবেশে ছাত্রদল নেতা আদনান করিম বলেন, আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা করে তছনছ করে দিয়েছে হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠনের সমর্থকেরা৷ যা ভিয়েনা কনভেনশনের' ডিপ্লোম্যাটিক রিলেশন্স' ১৯৬১ স্পষ্টভাবে লঙ্ঘন করেছে। এই হামলার মাধ্যমে ভারত প্রমাণ করেছে, তারা কতটা সভ্য জাতি। আমরা চাই, ভারতের সাথে কূটনীতিক সম্পর্ক হবে সমানে সমান, কোনো নতজানু কূটনীতি নয়। একবিন্দু রক্ত থাকা পর্যন্ত ভারতের কোনো আধিপত্য মেনে হওয়া হবে না। এটা শেখ হাসিনার বাংলাদেশ নয়, এটা ৩০ লাখ শহীদের রক্তের দেশ, এটা ২০২৪ এর অভ্যুত্থানে হাজারও শহীদের রক্তে রঞ্জিত নতুন বাংলাদেশ।

এসময় ছাত্রদল নেতা জাকিরুল ইসলাম বলেন, বাংলাদেশ একটি স্বাধীন দেশ, যেখানে লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। তাই, আগ্রাসনের যেকোনো প্রয়াস রুখে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। আমাদের এই প্রতিবাদ শুধু কথার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই বিষয়টি পরিষ্কার করতে চায় যে, আমরা প্রয়োজনে যে কোনো মূল্যে আমাদের দেশের মর্যাদা রক্ষা করতে প্রস্তুত।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, এই বিক্ষোভ মিছিল শুধু একটি প্রতীক নয়, এটি একটি শপথ। আমরা শপথ করছি যে, আমাদের দেশের মর্যাদা ও সার্বভৌমত্ব রক্ষায় আমরা দৃঢ়প্রতিজ্ঞ।

এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- ছাত্রদল নেতা সাহান ভুঁইয়া, শামসুজ্জামান সায়েম, সাদিকুর রহমান, মোহাম্মদ ওয়াকিল হোসেন, একরামুল হক, আমিনুল ইসলাম, মমিনুল হক, মমিনুর রহমান, শামীম, আরেফিন মুন্নাফ ও আবিদুর রহমান প্রমুখ৷