ইসলামী বিশ্ববিদ্যালয়ে রাত জেগে কর্মরত আনসার সদস্যদের মাঝে মাঝরাতে শীতবস্ত্র বিতরণ করেছে ইসলামী ছাত্রশিবির ইবি শাখা। কেন্দ্রীয় ছাত্রশিবির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মাসব্যাপী এই কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন তারা।
সোমবার (৯ ডিসেম্বর) রাত ১১টার পর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, প্রশাসন ভবন, উপাচার্য ভবন, একাডেমিক ভবন এবং আবাসিক হলে কর্মরত আনসার সদস্যদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করেন ছাত্রশিবির।
এসময় ইসলামী বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রশিবিরের সভাপতি এইচ এম মুসা ও সেক্রেটারি মাহমুদুল হাসান সহ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
শাখা ছাত্রশিবির সেক্রেটারী মাহমুদুল হাসান বলেন, আমরা চেষ্টা করছি কেন্দ্রীয় কর্মসূচির আলোকে মাসব্যাপী এই শীতবস্ত্র বিতরণ করতে। আমরা ধীরে ধীরে বিশ্ববিদ্যালয়ের মেধাবী দরিদ্র শিক্ষার্থীদের মাঝেও শীতবস্ত্র বিতরণ করবো। আমরা সবাইকে শীতার্ত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান করছি।
এসময় শাখা ছাত্রশিবির সভাপতি এইচ এম মুসা বলেন, কেন্দ্র ঘোষিত শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণের অংশ হিসেবে আজকে আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিতরণ শুরু করেছি। আমাদের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনে আমাদের নিরাপত্তার জন্য যেসব মামারা পাহারায় আছেন তাদের শীতবস্ত্র হিসেবে চাদর দিয়েছি। সামনে আমরা কম্বল বিতরণ করবো। আমাদের এই শীতবস্ত্র বিতরণ শীতার্ত শিশুদের মাঝে, খালাদের মাঝে এবং বিভিন্ন ধাপে আমরা এই কর্মসূচি মাসব্যাপী চালিয়ে যাবো ইনশাআল্লাহ।