শেকৃবিতে আইকিউএসি’র বার্ষিক পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

, ক্যাম্পাস

শেকৃবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-12-10 18:42:46

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে ‘স্টেকহোল্ডারস কনসাল্টেশন ওয়ার্কশপ অন প্লানিং ফর অ্যানুয়াল অ্যাক্টিভিটিজ অফ আইকিউএসি ফর দ্যা ইয়ার ২০২৪-২৫’ শীর্ষক এক কর্মশালার আয়োজন করা হয়।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) এই কর্মশালার আয়োজন করা হয়েছে। 

আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. রজ্জব আলীর সভাপতিত্বে ও অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. এস এম মিজানুর রহমানের সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেন ও কোষাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার। এ ছাড়াও কর্মশালাটিতে বিভিন্ন বিভাগের পরিচালক, হল প্রভোস্ট ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ বলেন, আগে জুন মাসে তড়িঘড়ি করে বিভিন্ন ট্রেনিং ও ওয়ার্কশপ আয়োজন করা হতো। এটা খুব একটা ফলপ্রসূ হয় না। আমরা এরকম নামমাত্র কোন ট্রেনিং আয়োজন করব না। সময় নিয়ে করব যাতে এসব আয়োজন ফলপ্রসূ হয়। এছাড়াও আমরা পরীক্ষার মার্ক জমা প্রদানের জন্য অ্যাপ ডেভেলপ করতে যাচ্ছি। এর ফলে মার্ক জমা করার কাজ দ্রুত ও সহজতর হবে। কোন শিক্ষক মার্ক দেরিতে জমা দিলে সেটাও অন্যদের সামনে প্রদর্শিত হবে। আমরা এমএস ও পিইচডি’র শিক্ষার্থীদের জন্য রিসার্চ স্ট্যাটিস্টিকস বিষয়ক ট্রেইনিং আয়োজন করব। যাতে তারা নিজেদের ডাটা নিজেরা অ্যানালাইসিস করতে পারে।

Related News