বেরোবিতে বিভিন্ন মেয়াদে ৭১ শিক্ষার্থীকে বহিষ্কার

  • বেরোবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) আবু সাঈদ হত্যা ও কোটা সংস্কার আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত বিভিন্ন মেয়াদে ৭১ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (৫ জানুয়ারি) ১০৯ তম সিন্ডিকেট সভা শেষে প্রেস ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. মো.শওকাত আলী।

তিনি বলেন, তথ্য অনুসন্ধান কমিটির ৭২ জন শিক্ষার্থী যে লিস্ট দিয়েছিল। সেখানে বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা বোর্ড ২৩ জনকে এক সেমিস্টার, ৩৩ জন দুই সেমিস্টার ও ১৫ জন প্রাক্তন শিক্ষার্থীর আইনগত সিদ্ধান্ত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আর ২ জন শিক্ষক, সাত জন কর্মকর্তা, কর্মচারীর ব্যাপারে ২০১৮ সালের কর্মকর্তা ও কর্মচারী নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সিন্ডিকেট আমাকে দায়িত্ব দিয়েছে। পরবর্তী সিন্ডিকেট তাদের স্থায়ী বহিষ্কারের ব্যাপারে তোলা হবে।

বিজ্ঞাপন

তিনি আরও বিশ্ববিদ্যালয় ছাত্র ও হল সংসদ নির্বাচনের আগে আর কোন নির্বাচন ধরণের নির্বাচন হবে না। ছাত্র সংসদ নির্বাচনের জন্য একটি কমিশন গঠন করা হয়েছে। তারা শিক্ষার্থীদের সাথে আলোচনা করে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র সংসদের গঠনতন্ত্র নিয়ে। একটি পূর্ণাঙ্গ রোড ম্যাপ দিবেন। এছাড়াও গত সিন্ডিকেটের লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার পরও ক্যাম্পাসে কোনো ধরণের দলীয় ব্যানারে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করা যাবে না। নিষিদ্ধ পরেও যদি পরিচালনা করে তাদের জন্য শৃঙ্খলা বোর্ডকে বলা হয়েছে নীতিমালা তৈরি করার জন্য।

শওকাত আলী বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি নির্বাচন নিয়ে একটি কমিশন গঠন করা হয়। সে কমিশনে আমাদের প্রশাসনের একজন (বঙ্গবন্ধু হলের প্রভোস্ট) ছিলেন। তাকে আমি অবহিত করি। পরে কমিশনের দুই জন পদত্যাগ করেন। আরেকজন আমার কাছে এসেছেন। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি শিক্ষক সংশ্লিষ্ট কাজ করলেও আমার চোখে এখন পর্যন্ত তাদের কোন কাজ চোখে পড়েনি।