‘বিজয়ের সন্নিকটে প্রাণ বিলিয়ে দিয়েছিলেন দেশের বুদ্ধিজীবী সমাজ’

, ক্যাম্পাস

বেরোবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-12-14 16:24:16

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের সশ্রদ্ধচিত্তে স্মরণ করে বলেন, শোষণমুক্ত বাংলাদেশ গড়ার জন্য বিজয়ের সন্নিকটে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর অকাতরে নিজেদের প্রাণ বিলিয়ে দিয়েছিলেন এদেশের বুদ্ধিজীবী সমাজ।

শনিবার (১৪ ডিসেম্বর) সকালে শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৪ উপলক্ষে রংপুর নগরীর দমদমা বধ্যভূমিতে শোক র‌্যালি ও শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করার সময় তিনি এসব কথা বলেন।

এসময় পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ, বিভাগ, দপ্তর ও আবাসিক হলগুলোর পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

দিবসটি উপলক্ষে সকালে ক্যাফেটেরিয়ার দ্বিতীয় তলায় আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকত আলী।

বেরোবি উপাচার্য আরও বলেন, জুলাই আগস্টে ছাত্রজনতার বিপ্লবের মাধ্যমে নতুন করে স্বাধীনতা অর্জন করেছে জাতি। এই বিপ্লবে বেরোবি শিক্ষার্থী শহীদ আবু সাঈদ অগ্রণী ভূমিকা পালন করে। জুলাই আগস্টে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। আবু সাঈদের বিশ্ববিদ্যালয়ের সবখানে বৈষম্য দূর করতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান উপাচার্য।

তিনি বলেন, বুদ্ধিজীবীদের আত্মত্যাগ ও অনুপ্রেরণাকে ধারণ করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সকল অগ্রযাত্রায় সবাই শরিক হয়ে উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে গড়ে তুলতে হবে।

শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৪ পালন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মো. তাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় আলোচক হিসেবে বক্তব্য রাখেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান এবং ড. ওয়াজেদ ইন্টারন্যাশনাল রিসার্চ এন্ড ট্রেনিং ইন্সটিটিউটের রিসার্চ অফিসার ড. মো. রোকনুজ্জামান।

ছাত্র পরামর্শ ও নির্দেশনা দফতরের পরিচালক ড. মো. ইলিয়াছ প্রামাণিকের সঞ্চালনায় আলোচনা সভায় বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর মো. ফেরদৌস রহমান, জীব ও ভূবিজ্ঞান অনুষদের ডিন ড. মো. এমদাদুল হক, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ রফিউল আজম খান, বাংলা বিভাগের প্রফেসর ড. আবু ছালেহ মোহাম্মদ ওয়াদুদুর রহমান, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের বিভাগীয় প্রধান উমর ফারুক প্রমুখ বক্তব্য রাখেন।

এছাড়া শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কেন্দ্রীয় মসজিদে বাদ জোহর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

Related News