বেরোবিতে ইউজিসি’র নির্দেশনা উপেক্ষা করে পরীক্ষা নিয়ন্ত্রক নিয়োগ

, ক্যাম্পাস

বেরোবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2025-01-12 23:46:23

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশনা উপেক্ষা করে পরীক্ষা নিয়ন্ত্রক নিয়োগ দিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রবিবার (১২ জানুয়ারি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ তানজিউল ইসলাম (জীবন) কে পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

সূত্র জানায়, নতুন ভিসি দায়িত্ব গ্রহণের পরই ড. মোঃ তানজিউল ইসলামকে ক্যাফেটেরিয়ার পরিচালক করা হয়। একজন সহযোগী অধ্যাপক পদমর্যাদার শিক্ষক পরিক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব প্রদান করায় ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সিনিয়র অধ্যাপক।

নাম প্রকাশ না করা শর্তে একজন অধ্যাপক জানান, এই পদে অধ্যাপক থেকে দায়িত্ব দেয়ার প্রচালন রয়েছে। এছাড়া ইউজিসির নিয়ম অনুযায়ী সেখানে একজনকে পূর্ণকালীন নিয়োগ দিতে হবে।

তিনি আরো বলেন, এখন যেহেতু বিশ্ববিদ্যালয়ে অনেক অধ্যাপক রয়েছে সেখানে একজন সহযোগী অধ্যাপকে দায়িত্ব দেওয়া ঠিক হয়নি।

এইদিকে ক্যাম্পাসে একসময় আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীল দলের সক্রিয় সদস্য ছিলেন ড. তানজিউল। তাই জুলাই বিপ্লবের পাশে থাকা শিক্ষকরাও তার এ নিয়োগে ক্ষোভ প্রকাশ করেছেন।

ইউজিসির ২০২২ সালের ২০ মার্চ জারি করা নির্দেশনায় বলা হয়েছে- বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, পরিচালকসহ (পরিচালক পরিকল্পনা ও উন্নয়ন) গুরুত্বপূর্ণ পদগুলোতে পূর্ণকালীন নিয়োগ প্রদান করতে হবে। অতিরিক্ত দায়িত্ব, চলতি দায়িত্ব, চুক্তিভিত্তিক বা খণ্ডকালীন হিসেবে কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অবসরপ্রাপ্ত সরকারি/সামরিক কর্মকর্তা বা কলেজের শিক্ষককে নিয়োগ দেওয়া যাবে না। পত্রে প্রতিষ্ঠাকাল ১০ বছর হয়েছে এমন বিশ্ববিদ্যালয়কে এ সকল পদে দক্ষতা ও অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিদের অবিলম্বে নিয়োগ দিয়ে কমিশনকে জানাতে বলা হয়েছে।

কিন্তু বেরোবি প্রশাসন সেই নির্দেশনা উপেক্ষা করে পরীক্ষা নিয়ন্ত্রকের পদে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ তানজিউল ইসলাম (জীবন) কে দায়িত্ব দিয়েছে।

এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হারুন অর রশিদকে একাধিকবার ফোন দিলেও তিনি তা রিসিভ করেননি।

Related News