স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে কুশপুত্তলিকা দাহ

, ক্যাম্পাস

ঢাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2025-01-17 17:25:47

নিরস্ত্র শিক্ষার্থীদের উপর পুলিশি নির্যাতন, জুলাই অভ্যুত্থানের গণহত্যায় অংশ নেওয়া পুলিশের বিচার নিশ্চিতকরণে অক্ষমতা ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি ও কুশপুত্তলিকা দাহ কর্মসূচি পালন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 'এন্টি ফ্যাসিস্ট কোয়ালিশন'।

শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে সাড়ে তিনটায় দিকে রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশ ও কুশপুত্তলিকা দাহ কর্মসূচি পালন করে তারা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এন্টি ফ্যাসিস্ট কোয়ালিশনের আহব্বায়ক তাসনিম বিন মাহফুজ বলেন, যত দ্রুত সম্ভব স্বরাষ্ট্র উপদেষ্টার গদি ছাড়তে হবে। কেননা তিনি এই বয়সে একের পর পর ভুল সিদ্ধান্ত নিচ্ছে। এখন তার ডায়পার পড়ার বয়স। সে দেশ কিভাবে চালাবে?

তিনি আরও বলেন, আমাদের দাবি হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ করতে হবে। হামলায় জড়িত পুলিশদের দ্রুত শাস্তির আওতায় আনতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এন্টি ফ্যাসিস্ট কোয়ালিশনের সাধারণ সম্পাদক এস এম তানিম বলেন, আমরা জুলাই অভ্যুত্থানের দেখেছি পুলিশ ছাত্রদের হল থেকে পিটিয়ে বের করে দিছেয়ে। এরপরে প্রথম আলো অফিসের সামনে শিক্ষার্থীদের উপর চালিয়েছে। প্রাইম ইউনিভার্সিটি ছাত্রদের ওপর হামলা চালিয়েছে। গতকাল একটা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে এসে ছাত্রদের ওপর হামলা করেছে।

সরকারকে প্রশ্ন করে তিনি বলেন, এরা এতো সাহস কোথা থেকে পায়? আমরা পুলিশি বাহিনী কর্তৃক হামলার মদদ দাতা হিসেবে স্বরাষ্ট্র উপদেষ্টাকে দেখছি।

তিনি আরও বলেন, খুব দ্রুত পুলিশি বাহিনীর সংস্কার করেন নাহলে পদত্যাগ করেন। সেই সাথে স্বরাষ্ট্র উপদেষ্টাকে 'ডায়পার উপদেষ্টা' বলে অভিহিত করে।

Related News