হামলায় আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যবস্থা করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন

  • ঢাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

'স্টুডেন্ট ফর সভারেন্টি' ও পুলিশ কর্তৃক আহত শিক্ষার্থীদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা করবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেই সঙ্গে হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও জানান প্রশাসন। 

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় প্রশাসন এক বিজ্ঞপ্তিতে এই কথা জানায়। 

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল বুধবার (১৫ জানুয়ারি) "স্টুডেন্ট ফর সভারেন্টি" কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। "স্টুডেন্ট ফর সভারেন্টি" ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো সংগঠন নয় এবং এর সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন ধরনের সম্পৃক্ততা নেই।

হামলার সাথে জড়িত উক্ত সংগঠনের শিক্ষার্থীদের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনতিবিলম্বে শান্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে। তাছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয় বহির্ভূত হামলাকারীদের বিরুদ্ধেও যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য যে, ইতোমধ্যে হামলাকারী দু'জনকে পুলিশ গ্রেফতার করেছে।

বিজ্ঞাপন

আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে যাওয়ার সময় শিশু একাডেমির সামনে পুলিশ কর্তৃক শিক্ষার্থীরা হামলার শিকার হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এর তীব্র নিন্দা জানায়। এ ঘটনার সাথে জড়িত পুলিশ কর্মকর্তা ও নির্দেশদাতাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানায়।

গত বুধবার ও বৃহস্পতিবার হামলায় আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গ্রহণ করবে।