জুলাই স্মরণে জাবিতে হবে ‘লাল সন্ধ্যা’

  • জাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জুলাই স্মরণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) 'রেড জুলাই' ও 'জাস্টিস ফর জুলাই' এই দুই সংগঠনের আয়োজনে আল-মুসলিম গ্রুপের সহায়তায় "লাল সন্ধ্যা" শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সোমবার (১৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের কনফারেন্স কক্ষে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জাস্টিস ফর জুলাই এর পক্ষ থেকে মুরাদ হোসেন এবং রেড জুলাই এর পক্ষ থেকে সবুজ শেখ এ তথ্য জানান।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, অনুষ্ঠানটি বুধবার (১৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে তথ্যচিত্র প্রদর্শন, কথা, গান, কবিতা সহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে জুলাইকে মানুষের সামনে তুলে ধরা হবে।

অনুষ্ঠানে প্রধান আলোচকের ভূমিকায় উপস্থিত থাকবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং বিশেষ আলোচক হিসেবে থাকবেন প্রেস ইন্সটিটিউট অব বাংলাদেশ (পিআইবি)-এর মহাপরিচালক ফারুক ওয়াসিফ৷

বিজ্ঞাপন

'লাল সন্ধ্য' অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান৷ অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরও আলোচনা করবেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, আল মুসলিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল্লাহ, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক আবদূর রব, ইতিহাস বিভাগের অধ্যাপক মোহাম্মদ গোলাম রাব্বানী, বাংলা বিভাগের অধ্যাপক শামীমা সুলতানা ও তরুণ নাট্য পরিচালক মাবরুর রশিদ বান্নাহ্৷