জাবি প্রেসক্লাবের সভাপতি ওয়াজহাতুল, সম্পাদক তানভীর

  • জাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রেসক্লাবের ২০২৪-২৫ কার্যনির্বাহী পরিষদের সভাপতি হয়েছেন 'দৈনিক জনকণ্ঠ'-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ওয়াজহাতুল ইসলাম ও সাধারণ সম্পাদক হয়েছেন 'দৈনিক ভোরের কাগজ'-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি তানভীর ইবনে মোবারক৷

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় জাবি প্রেসক্লাব কার্যালয়ে ভোট প্রদান কার্যক্রম শুরু হয়ে দুপুর সাড়ে ১২টায় শেষ হয়। পরে দুপুর ১টায় ফলাফল ঘোষণা করেন সহকারী নির্বাচন কমিশনার ইতিহাস বিভাগের অধ্যাপক ড. সুলতানা আক্তার৷

নির্বাচনে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান (বার্তা২৪) ও যুগ্ম সম্পাদক রাহাত চৌধুরী (দৈনিক প্রতিদিনের সংবাদ)৷

বিজ্ঞাপন

এছাড়া কোষাধ্যক্ষ পদে ওসমান সরদার (দৈনিক যায়যায়দিন), দপ্তর সম্পাদক এস এম তাওহীদ (বাংলা ট্রিবিউন), গ্রন্থাগার সম্পাদক পদে মোঃ শাহরিয়ার আলম (দৈনিক খোলা কাগজ) পদে নির্বাচিত হয়েছেন এবং কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ আহসান হাবীব (দ্য এশিয়ান এইজ) ও মোঃ রবিউল ইসলাম (ঢাকা টাইমস)৷

নির্বাচন চলাকালীন ভোটকেন্দ্র পরিদর্শনে আসেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান। এসময় তিনি বলেন, ‘নির্বাচন যেকোনো সংগঠনের একটি নিয়মতান্ত্রিক প্রক্রিয়া। জাবি প্রেসক্লাব প্রতিবছর সঠিক সময়ে নিবার্চন অনুষ্ঠান করে দৃষ্টান্ত স্থাপন করেছে। আশা করি, নতুন নেতৃত্ব গণতান্ত্রিক ধারা অব্যাহত রেখে প্রেসক্লাবকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাবে'।

এছাড়া নির্বাচন চলাকালীন ভোটকেন্দ্র পরিদর্শন ও নির্বাচন পর্যবেক্ষণ করেন- বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন), অধ্যাপক সোহেল আহমেদ, বিভিন্ন বিভাগের শিক্ষক, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

ফলাফল ঘোষণার পর সহকারী নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক মিজানুর রহমান বলেন, একটি উৎসবমুখর পরিবেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আশা করি নবনির্বাচিত কমিটি এবং এর সদস্যরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে উপস্থাপন করবেন৷

নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন দর্শন বিভাগের অধ্যাপক মো: জাকির হোসেন। এছাড়া সহকারী নির্বাচন কমিশনার ছিলেন ইতিহাস বিভাগের অধ্যাপক ড. সুলতানা আক্তার এবং প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: মিজানুর রহমান। সচিবের দায়িত্ব পালন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হাসিব সোহেল৷ এছাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি হাছান তানভীর, ইনন মাহমুদ ও সাবেক সাধারণ সম্পাদক নুর হাছান নাঈম উপস্থিত ছিলেন৷