দেশকে রক্ষা করতে পারে ঐক্যবদ্ধ শক্তি: মিনু
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক রাসিক মেয়র মো. মিজানুর রহমান মিনু বলেছেন, বিএনপি যে স্ট্যান্ড নিয়েছে, তারেক জিয়ার নেতৃত্বে তা সবেচেয়ে বেশি ঠিক আছে। কিন্তু কেউ কেউ এমন কিছু কথা বলছেন, যা মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে। দেশ আমাদের সবার। সুতরাং আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশকে রক্ষা করতে পারে ঐক্যবদ্ধ শক্তি।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাতে নিজ কার্যালয়ে রাজশাহী আদালতের নব-নির্বাচিত পিপি ও এপিপিদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, শুধু দেশ নয়; সারাবিশ্বের জনপ্রিয় যেসব নেতা আছে তাদের মধ্যে অন্যতম শহীদ জিয়াউর রহমানের সহধর্মীনী বেগম খালেদা জিয়া। তার দিকে পুরো দেশ তাকিয়ে আছে। দেশ আজ কঠিন ক্লান্তিকাল অতিক্রম করছে।
এসময় তিনি বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং স্বৈরাচার আওয়ামী লীগের দোষরদের মামলা যেন জাতীয়তাবাদী দলের কোন আইনজীবী না লড়েন সে বিষয়ে নির্দেশনা দেন।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী বার আইনজীবী সমিতির সভাপতি সিনিয়র আইনজীবী আবুল কাশেম, রাজশাহী সিটি করপোরেশন সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, অ্যাড. রওশন আরা পপি, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাড. রইসুল ইসলাম, অ্যাড. মাইনুল হাসান পান্না, অ্যাড. জমসেদ আলী, অ্যাড. আলী আহসান মাসুম, অ্যাড. সামসাদ বেগম মিতালি প্রমুখ।
রাজশাহী বার আইনজীবী সমিতির সভাপতি সিনিয়র আইনজীবী আবুল কাশেম বলেন, মুসলিক অধ্যাষিত এই দেশের এই ক্লান্তিলগ্নে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ইসলামিক দলসহ সকলে আমরা ঐক্যবদ্ধ না থাকলে আমরা সংকটের মধ্যে পড়বো। সুতরাং ঐক্যবদ্ধ থাকার কোন বিকল্প নেই।
সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, পাকিস্তানের বিচার বিভাগের ভূয়সী প্রশংসা করে বলেন, পাকিস্তানের বিচার বিভাগ যে শক্ত ভিত নিয়ে দাঁড়িয়ে আছে আমরা তা পারি নি। জাতীয়তাবাদী দলের প্রায় ৫৫ লাখ ছেলে-মেয়েরা বিভিন্ন কেসের আসামী। আমরা বলেছি, কোন সাফাই সাক্ষী দিয়ে কেস শেষ করতে রাজি না। কোর্টেই আইন ফেস করে শেষ করতে চাই। বেগম খালেদা জিয়াও সেটি করেছেন। তারেক রহমানও তাই করেছেন। তারা গণতন্ত্র ও কোর্টের প্রতি শ্রদ্ধাশীল। এই শ্রদ্ধায় আগামী দিনে বাংলাদেশকে একটি ভালো বিচার বিভাগে দাঁড় করাবে।
তিনি আরও বলেন, আমরা দেখেছি আওয়ামী লীগ সরকারের সময় খালেজা জিয়াকে ভুল ট্রিটমেন্ট দিয়ে মেরে ফেলার জন্য একটা প্রক্রিয়া করা হয়েছিলো। তাহলে আজকে সরকার একটা কোন অবস্থায় গেলে আমাদের এ অবস্থায় নিয়ে যেতে পারে। আজ যে আওয়ামী লীগ কাছে আমরা এতোদিন আন্দোলন সংগ্রাম করলাম, সে আওয়ামী লীগের অনেক নেতার মামলা আমাদের জাতীয়তাবাদী শক্তি, ফোরামের লোকজন ফাইট করছে। এটা অত্যন্ত লজ্জার ব্যাপার।
বুলবুল বলেন, পয়সা মানুষের অনেক হবে। পয়সা কোন দিক দিয়ে আসবে আপনি ভাবতেও পারবেন না; যদি সৎ থাকেন। সততা যদি নষ্ট হয়ে যায়, তাহলে জাতীয়তাবাদী শক্তির অবমূল্যায়ণ হবে। কারণ আমাদের কর্মীরা আমাদের প্রতি আস্থাশীল।