২০২৪-২৫ শিক্ষাবর্ষের সমন্বিত কৃষি ভর্তি পরীক্ষা আগামী ১২ এপ্রিল

, ক্যাম্পাস

শেকৃবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2025-01-17 18:42:41

দেশের ৯টি কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষা আগামী ১২ এপ্রিল (শনিবার) ২০২৫ তারিখ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কক্ষে কেন্দ্রীয় ভর্তি কমিটির কার্যনির্বাহী সভায় এ সিদ্ধান্ত হয়।

শুক্রবার (১৭ জানুয়ারি) এই তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এডিশনাল রেজিস্ট্রার কৃষিবিদ ড. ফারুক আহম্মদ।

১২ এপ্রিল বেলা ১১টায় শুরু হয়ে দুপুর ১২ টায় শেষ হবে এবারের ভর্তি পরীক্ষা যেখানে ১০০ মার্কের এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে সমন্বিত এই ভর্তি পরীক্ষা।এবারের সমন্বিত এই ভর্তি পরীক্ষার নেতৃত্ব থাকবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়।

ভর্তি কমিটির সূত্রে জানা যায়,কার্যনির্বাহী এই সভায় কৃষি গুচ্ছের ২০২৪-২৫ শিক্ষা বর্ষের ভর্তি পরীক্ষায় কোটা পদ্ধতি নিয়েও আলোচনা হয়।যেখানে মুক্তিযোদ্ধা কোটা ৩%, প্রতিবন্ধী কোটা ১% এবং উপজাতি/পার্বাত্যঞ্চলের বাংলাদেশিরা/অনগ্রসর জাতিগোষ্ঠীর জন্য ১% এই মোট তিন ধরনের কোটা রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়।

কৃষি গুচ্ছে থাকা ৯টি বিশ্ববিদ্যালয় হলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।

Related News