জাবির শিক্ষা ব্যবস্থা অটোমেশনের লক্ষ্যে ৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন

, ক্যাম্পাস

জাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2025-01-21 18:31:10

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের দুর্ভোগ কমাতে শিক্ষা ব্যবস্থাকে অটোমেশনের লক্ষ্যে ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. ছালেহ আহাম্মদ খানকে সভাপতি এবং ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজাকে সচিব করে ৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের পরিচালক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশাসনিক সভায় শিক্ষা ব্যবস্থা স্বয়ংক্রিয়করণের জন্য ৮ সদস্যের কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়৷ এছাড়াও কমিটিকে পরবর্তী ৩ কার্য দিবসের মধ্যে একটি বাস্তবমুখী, টেকসই ও গতিশীল রোডম্যাপ তৈরি করার নির্দেশনা দেয়া হয়েছে।

এ কমিটির বাকি সদস্যরা হলেন- উপ-উপাচার্য (শিক্ষা) ও পরিচালক, আইসিটি সেল (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, সিএসই বিভাগের অধ্যাপক ড. আবু সাঈদ মো. মোস্তাফিজুর রহমান, অধ্যাপক ড. মো. মুশফিক আনোয়ার, আইআইটি’র অধ্যাপক মো. ফজলুল করিম পাটোয়ারী, অধ্যাপক ড. শামীম আল মামুন এবং সিএসই বিভাগের সহকারী অধ্যাপক মো. রাফাসন জানি।

উল্লেখ্য, পুরোনো পদ্ধতিতে পরীক্ষার আবেদন, সার্টিফিকেট উত্তলোনসহ সকল অফিসিয়াল কার্যক্রমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভােগান্তি নিরসনে অটোমেশনের পূ্র্ণাঙ্গ রোডম্যাপসহ ৪ দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে প্রশাসনিক ভবনের সামনে প্রায় ১২ ঘন্টা অবস্থান কর্মসূচি পালন করছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা৷

Related News