বিশ্ববিদ্যালয় অভ্যন্তরীণ সড়ক সংস্কারে ৬ দাবি জানিয়ে স্বারকলিপি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল থেকে হলপাড়া সড়ক এবং থিয়েটার থেকে মধুর ক্যান্টিন পর্যন্ত সড়কের সংস্কার চেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্বারকলিপি প্রদান করেছে একদল শিক্ষার্থী।
মঙ্গলবার (২১ জানুয়ারি) কোষাধ্যক্ষ অফিসে এই স্বারকলিপি প্রদান করে শিক্ষার্থীরা । এসময় শিক্ষার্থীদের পক্ষে স্বারকলিপিতে স্বাক্ষর করেন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের, ২০২১৮-২০১৯ সেশনের শিক্ষার্থী নাহিয়ান ফারুক, সুলতানা, লিমন আহমেদ, ২০২০-২০২১ সেশনের শিক্ষার্থী আবু সাঈদ ও সাদিয়া ইয়াসমিন ঐতিহ্য।
স্মারকলিপিতে বলা হয় , ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল থেকে হলপাড়ার রাস্তাটি অনেকবছর ধরে বেহাল অবস্থায় আছে।অথচ বিজয় একাত্তর হল, কবি জসীম উদ্দীন হল, শেখ মুজিবুর রহমান হল এবং মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের শিক্ষার্থীরা এই রাস্তা পাঠকক্ষে আসা-যাওয়াসহ তাদের নৈমিত্তিক কাজে ব্যবহার করে থাকে।
অন্যদিকে থিয়েটার থেকে মধুর ক্যান্টিন অবদি রাস্তাটিরও চিত্র দুর্বিষহ।কলাভবন, সামাজিক বিজ্ঞান ভবন, আইবিএ এবং কেন্দ্রীয় পাঠাগারে যাতায়াতে এই রাস্তাটি ব্যবহার করে। বিশেষ করে বর্ষা মৌসুমে এই রাস্তাটি ব্যবহার অযোগ্য এবং ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়।
এমতাবস্থায় আমাদের দাবি:
১. উল্লেখিত রাস্তা দ্রুত মেরামতের পদক্ষেপ নিতে হবে।
২. মেরামতের কাজ দ্রুত এবং শুষ্ক মৌসুমেই শুরু করতে হবে।
৩. বৃষ্টির মৌসুম শুরু হওয়ার আগেই কাজ শেষ করার যথাযথ পদক্ষেত নিতে হবে।
৪. সড়ক মেরামতের কাজে টেকসই ও মানসম্মত উপকরণ ব্যবহার করতে হবে, যেন বারবার মেরামতের প্রয়োজন না হয়।
৫. পানি নিষ্কাশনের যথার্থ ব্যবস্থা রাখতে হবে।
৬. কাজ চলাকালীন যেকোন প্রকার দুর্ভোগ এড়ানোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।