চবিতে চতুর্থবারের মতো আয়োজিত হচ্ছে সায়েন্স কার্নিভাল ৪.০

, ক্যাম্পাস

চবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2025-01-22 11:46:19

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ৪র্থ বারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে চিটাগং ইউনিভার্সিটি সায়েন্টিফিক সোসাইটির উদ্যোগে বছরের সেরা মেগা ইভেন্ট 'চিটাগং সায়েন্স কার্নিভাল ৪.০।

আগামী ১০ ফেব্রুয়ারি (সম্ভাব্য) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই এই প্রোগ্রামটি অনুষ্ঠিত হবে। এ জন্য আগ্রহী শিক্ষার্থীদের ইভেন্টের পূর্বেই রেজিষ্ট্রেশন করতে হবে। রেজিষ্ট্রেশনের শেষ সময় আগামী ২ ফেব্রুয়ারি।

চিটাগং ইউনিভার্সিটি সায়েন্টিফিক সোসাইটি বিজ্ঞানমনস্ক শিক্ষার্থীদের নিয়ে গঠিত একটি সংগঠন। যার উদ্দেশ্য হলো বিজ্ঞান চর্চা ও গবেষণার প্রসার, জ্ঞান বিনিময়ে সুযোগ সৃষ্টি, বিজ্ঞান বিষয়ে সচেতনতা, প্রতিযোগিতা মূলক দক্ষতা বৃদ্ধি, উদ্ভাবনী কার্যক্রমে উৎসাহ প্রদান। এই উদ্দেশ্য গুলোকে সামনে রেখে প্রতিবছর গবেষণা বিষয়ে ফ্রি সেমিনার, ওয়ার্কশপ, উচ্চশিক্ষার জন্য বিভিন্ন সেমিনারের আয়োজন করে থাকে। তাছাড়া শিক্ষার্থীরা যেন তাদের প্রতিভা গুলোকে তুলে ধরতে পারে সেজন্য প্রতিবছর বিজ্ঞান বিষয়ে বিভিন্নরকম প্রতিযোগিতা মূলক যেসব প্রোগ্রামের আয়োজন করে তার মধ্যে একটি মেগা ইভেন্ট হলো সায়েন্স কার্নিভাল।

প্রতি বছরের ন্যায় এবারের কার্নিভালও কয়েকটি সেগমেন্ট এর মাধ্যমে অনুষ্ঠিত হবে। সেখানে থাকবে বিভিন্ন বিষয় নিয়ে কিছু গবেষকদের আলোচনা। থাকবে প্রতিযোগিতা মূলক ৬ টি সেগমেন্ট; যথা, পোস্টার প্রেজেন্টেশন, প্রজেক্ট শোকেসিং, হ্যাকাথন, রোবোসকার, গেমিং সেগমেন্ট এবং সায়েন্স অলিম্পিয়াড। এছাড়াও থাকবে 'জেনারেল পার্টিসিপ্যান্ট' হিসেবে অংশগ্রহণের সুযোগ। উক্ত সেগমেন্ট গুলোতে বাংলাদেশের যেকোনো স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে।

প্রতিটি সেগমেন্ট সম্পর্কে আরও বিস্তারিত জানতে এবং কার্নিভালের বিভিন্ন সেগমেন্টে রেজিষ্ট্রেশন করতে চিটাগং ইউনিভার্সিটি সায়েন্টিফিক সোসাইটির অফিশিয়াল ফেসবুক পেজ ভিজিট করতে আযোজকদের পক্ষ থেকে জানানো হয়।

কার্নিভাল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের ভিসি। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, বিভিন্ন শিক্ষক এবং বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন ।

Related News