গ্লোবাল ইসলামী ব্যাংকের ছয় সদস্য বিশিষ্ট শরী’আহ সুপারভাইজরি কমিটি পুনর্গঠন করা হয়েছে। বুধবার (২৬ ডিসেম্বর) তারিখ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের এক সভায় এই কমিটি পুনর্গঠন করা হয়।
নতুন কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জামিয়া কাসেমিয়া কামিল মাদ্রাসা, নরসিংদী-এর অধ্যক্ষ সাইয়্যেদ কামালুউদ্দীন জাফরী।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-এর সাবেক অধ্যাপক প্রফেসর ড. মুহাম্মদ আবদুস সামাদ, সুবহানবাগ জামে মসজিদ, ঢাকা-এর খতিব মাওলানা শাহ ওয়ালী উল্লাহ, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ, ঢাকা-এর পেশ ইমাম মুফতি মুহিব্বুল্লাহিল বাকী, জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর-এর সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মানজুরে ইলাহী, বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়, গাজীপুর-এর অধ্যাপক ড. মুহাম্মদ ছাইদুল হক।
এসময় পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ নূরুল আমিন, ভাইস চেয়ারম্যান মো. জামাল মোল্লা, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান নুরুল ইসলাম খলিফা, সদস্য অধ্যাপক আবু হেনা রেজা হাসান, অডিট কমিটির চেয়ারম্যান মু. মাহমুদ হোসেন, এফসিএ, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত, উপ ব্যবস্থাপনা পরিচালক আতাউস সামাদ ও সামি করিম উপস্থিত ছিলেন।