কেন অভিনয় থেকে বিদায় নিচ্ছেন অহনা?

বলিউড, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2024-10-29 18:14:25

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান। মডেলিং দিয়ে শোবিজ অঙ্গনে বিভিন্ন টেলিভিশন নাটকে অভিনয় করে দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা পান। ছোট পর্দার পাশাপাশি ওটিটি ও বড় পর্দায়ও কাজ করেছেন তিনি। এবার এই অভিনেত্রী অভিনয় ছেড়ে দেওয়ার ইঙ্গিত দিলেন।

সম্প্রতি তার অভিনীত ‘প্রবাসীর স্ত্রী’ নামের একটি নাটক বেশ সাড়া ফেলেছে। সব যখন ভালোই চলছে তখন এই অভিনেত্রী আর অভিনয়ে নিয়মিত হতে চাইছেন না।

অহনা রহমান । ছবি: ফেসবুক

অহনার ভাষ্য, ‘অনেক দিন কাজ করেছি এবার আসলে অন্যদিকে মনোযোগ দিতে চাই। আমাকে অনেক বছর দেখলেন আর কত, অনেক ভালো অভিনেত্রী-অভিনেতারা আসছে, তাদেরও দেখা উচিত। আমি চাই দর্শক আমাকে দেখতে দেখতে বিরক্ত হওয়ার আগেই নিজ থেকে সরে যেতে।’

অহনা রহমান । ছবি: ফেসবুক

‘প্রবাসীর স্ত্রী’ নাটকটি এতো নাটকের ভিড়ে সাড়া ফেলার কারণ কি?

জানতে চাইলে অহনা বলেন, ‘সবসময় নাটকে দেখানো হয় কেউ বিদেশে থাকে তার মানে তার স্ত্রী পরকীয়া করে। বউরা ভালো হওয়া সত্ত্বেও এসব কথা শুনতে হয়। তবে এই নাটকে ভিন্ন কিছু দেখানো হয়েছে। একজন প্রবাসীর স্ত্রী স্বামীকে ছাড়া যে কতো ধরনের সমস্যা মাথায় নিয়ে দিন যাপন করে সেই দিকটি তুলে ধরা হয়েছে আমার চরিত্রের মাধ্যমে।’

অহনা রহমান । ছবি: ফেসবুক

কথা প্রসঙ্গে জনপ্রিয় অভিনেতা মোশারফ করিমকে নিজের শিক্ষক উল্লেখ করে অহনা বলেন, ‘মোশারফ করিম পুরো বাংলাদেশের সম্পদ এবং আমি ভবিষ্যতে বলতে পারব যে আমি বাংলাদেশের এমন একজন শিল্পীর সঙ্গে কখনও কাজ করেছি। তিনি আমার শিক্ষক, বড় ভাই, কলিগ। তিনি আমাকে হাতে ধরে অনেক অভিনয় শিখিয়েছেন। আমার ক্যারিয়ার লাইফে তার কৃতিত্ব অনেক।’

অহনা রহমান । ছবি: ফেসবুক

বর্তমান সময়ে নাটকের সিন্ডিকেট নিয়ে অহনা বলেন, ‘আসলে বিষয়টি ইন্ডাস্ট্রির সবাই জানে। কিন্তু দর্শক জানে না। আমি আসলে ঘরের কথা পরের কাছে বলতে চাই না। তবে আমার সঙ্গে এমন কিছু হয়নি। প্রেমের কারণে শুধু আমার সঙ্গেই কাজ করতে হবে এমন কিছুই আমার সঙ্গে হয়নি এত বছরে। এর সামনেও এমনটি হওয়ার সম্ভাবনা নেই। কারণ আমি তো অভিনয়টাই আর করেত চাই না।’

অহনা রহমান । ছবি: ফেসবুক

Related News