হলিউড তারকাদের নিয়ে সৌদি আরবে জমকালো ফ্যাশন শো

, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2024-11-15 19:40:31

ধর্মীয়ভাবে রক্ষণশীল দেশ সৌদি আরবে উদযাপিত হলো অবাক করা এক অনুষ্ঠান। জনপ্রিয় তারকাদের অংশগ্রহণে আয়োজিত পশ্চিমা স্টাইলের র‌্যাম্প শো এখন মুসলিম বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দু। ইসলামি বিধিবিধানের রক্ষণশীল সৌদি আরবে এমন আয়োজন দেখে অবাক বিশ্ব। ১৩ নভেম্বর  (বুধবার) আরবের প্রাচীন সংস্কৃতির সঙ্গে মিল রেখে ‘এলি সাব শো’র আয়োজন করা হয়েছিল।

মঞ্চ মাতিয়ে তোলেন জেনিফার লোপেজ / ছবি: সংগৃহীত

শোতে অতিথি হয়ে এসেছিলেন জেনিফার লোপেজ, সেলিন ডিওন সহ বেশ কয়েকজন পশ্চিমা সঙ্গীত শিল্পী। অন্যান্য অমুসলিম দেশের প্রচলিত স্টাইলে ক্যাটওয়াক, উন্মুক্ত পোশাক-পরিচ্ছদ এবং পশ্চিমা নাচ-গান উপভোগ করতে দেখা যায় অংশগ্রহণকারীসহ স্থানীয় দর্শকদেরও। র‌্যাম্পওয়াকের কেন্দ্রীয় আকর্ষণ হিসেবে উপস্থিত হন অস্কার জয়ী অভিনেত্রী হ্যালি ব্যারিও।

অস্কার জয়ী অভিনেত্রী হ্যালি ব্যারিও

রিয়াদের এই জমকালো ফ্যাশন শো-এর কারিগর এলি সাব। তিনি লেবানিজ একজন ফ্যাশন ডিজাইনার। কর্মজীবনের ৪৫ বছর পূর্তির আনন্দে তার ডিজাইন করা ৩০০ টির মতো পোশাক পরে র‌্যাম্পওয়াক করেন মডেল এবং তারকারা। শো’য়ের থিম ছিল ‘১০০১ সিজনস অব এলি সাব’।

র‌্যাম্পে হাঁটছেন মডেল / ছবি: সংগৃহীত

১০০১ রাতের গল্পের ‘এরাবিয়ান নাইটস’ বা ‘আরব্য রজনী’ অর্থাৎ স্থানীয় প্রচলিত লোককাহিনী ‘কিতাব আলফে লায়লা-ওয়া লায়লা’ থেকে অনুপ্রাণিত হয়েই এই প্রচেষ্টা এলি সাবের।

এলি সাবের সঙ্গে সেলিন ডিওন

রিয়াদ শহর দেখে যেন কিছুসময়ের জন্য চেনাই যাচ্ছিল না যে, এই সেই আদিকাল থেকেই রক্ষণশীল পোশাক পরার প্রচলিত নিয়মের দেশ সৌদি আরব। কঠোরভাবে ইসলামি রীতি মেনে চলার দেশ হলেও, গত কয়েক বছর ধরে  সৌদি আরব ক্রমাগত উদার হচ্ছে। রক্ষণশীল নিয়মগুলো শিথিল হচ্ছে। তবে পবিত্র ভূমিতে ব্যতিক্রম এই আয়োজনে কট্টর সমালোচনা করেছেন অনেকে।

ক্যামিলা ক্যাবেলো / ছবি: সংগৃহীত

সমালোচনার মধ্য দিয়েই বর্তমান যুবরাজ মুহম্মদ বিন সালমান একের পর এক সাহসী পদক্ষেপ নিয়ে চলেছেন। নারী স্বাধীনতার প্রসার এবং আধুনিকতার তালে তাল মিলিয়ে এবার পশ্চিমা পোশাকেরও গৃহপ্রবেশ হলো মুসলিম বিশ্বের কেন্দ্র সৌদিতে।

ফ্যাশন শো’তে অংশগ্রহণকারী মডেলরা / ছবি: সংগৃহীত

এদিকে সফল শো অনুষ্ঠানে খুশি আয়োজকরা। তারা জানান, এলি সাবের পোশাক সারা বিশ্বে নন্দিত। শো-তে প্রদর্শিত পোশাকে আগামী কয়েক মাসে বহু নারী বিয়ের আসরে বসবেন। এটি হয়ে উঠবে তাদের স্মৃতির এক অনুষঙ্গ। 

Related News