১৬ নভেম্বর উন্মুক্ত রাজপথ গণপরিবেশনা ‘লাল মজলুম’
আগামী শনিবার বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে রাজপথ গণপরিবেশনা ‘লাল মজলুম’। ঢাকার রাস্তায় এর আগে যত পথনাটক হয়েছে ‘লাল মজলুম’ হতে যাচ্ছে সেগুলোর চেয়ে অন্যরকম কিছু। তাই আয়োজকরা এর নাম দিয়েছে ‘উন্মুক্ত রাজপথ গণপরিবেশনা’। এটার ভাবনা, পরিকল্পনা ও নির্দেশনায় আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের শিক্ষক ড. শাহমান মৈশান।
‘লাল মজলুম’ একটি রাজপথ-গণপরিবেশনা। বাংলাদেশে রাস্তায় উপস্থাপিত বিভিন্ন শিল্পকর্ম যেমন পথনাটক, পোস্টারনাটক, ইনস্টলেশন ও পারফরম্যান্স আর্টের ভাষা প্রয়োগ করা হয়েছে এই নাট্য পরিবেশনায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে খণ্ড খণ্ড চলমান এই পরিবেশনাটি শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে একটি গণ-অধিবেশনমূলক সংলাপের দৃশ্যায়নের মাধ্যমে শেষ হবে।
‘লাল মজলুম’-এ শিক্ষার্থী-শ্রমিক জনতার জুলাই অভ্যুত্থানের রক্তাক্ত স্মৃতি এবং এই জনপদে ইতিহাসের বিভিন্ন চিরায়ত অভ্যুত্থানকে একসূত্রে গাঁথা। অন্যদিকে, বর্তমানের রাজনৈতিক-সামাজিক জটিল সংকটগুলিকেও সাংস্কৃতিক শিল্পভাষার নিরিখে তুলে ধরবে। এই পরিবেশনায় বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাংস্কৃতিক সংগঠনগুলির শিল্পী ও কর্মীবৃন্দ অংশ নেবে।
সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গিতে কর্তৃত্ববাদের বিপরীতে বাংলাদেশের নয়া রাজনৈতিক বন্দোবস্ত সংক্রান্ত জনগণতান্ত্রিক বয়ান তুলে ধরে ক্রাউড ফান্ডিংয়ে নির্মিতব্য এই রাজপথ-গণপরিবেশনা।