জয়ার যে সাজ নিয়ে হইচই!

বলিউড, বিনোদন

মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম | 2024-12-04 14:11:07

গত রোববার সন্ধ্যায় মুম্বাইয়ে অনুষ্ঠিত হয় ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডসের পঞ্চম আসর। আয়োজনে ওটিটি প্ল্যাটফর্মেও মুক্তি পাওয়া ২০২৪-এর ভারতীয় সিরিজ ও সিনেমার সেরাদের ৩৯টি ক্যাটাগরীতে পুরস্কার দেওয়া হয়।

বলিউডসহ ভারতের বিভিন্ন রাজ্যের তারকারা সেখানে অংশ নিয়েছেন। সেই সম্মানজনক মঞ্চেই দেখা যায় দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসানকেও।

ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডসে একেবারেই বৈচিত্র্যময় রূপে ধরা দিয়েছেন জয়া আহসান

এবারের আসরে জয়া আহসান মনোনয়ন না পেলেও তিনি আমন্ত্রিত ছিলেন। সেখানে বাংলাদেশের ঐতিহ্য ঢাকাইয়া জামদানি শাড়ি পরে হাজির হন জয়া।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ড ২০২৪ এর কয়েকটি ছবি প্রকাশ করেন এই তারকা। সেই ছবি ঘিরে আলোচনা-সমালোচনা এখন তুঙ্গে। কারণ জয়া জামদানি শাড়িতে ধরা দিলেও তা পরার ধরনটি ছিলো একেবারেই আলাদা।

ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডসে একেবারেই বৈচিত্র্যময় রূপে ধরা দিয়েছেন জয়া আহসান

জয়া এবার ফিল্মফেয়ার ওটিটিতে একেবারে ওটিটি স্টাইল বা ওভার দ্য টপ আমেজেই নিজেকে মেলে ধরেছেন। তাইতো জামদানি তিনি ব্লাউজের উপরে না পরে জামদানির ওপরে ব্লাউজ পরেছেন। আর শাড়িটি ছিলো ধুতি স্টাইলে পেচিয়ে পরা, বক্ষ উন্মুক্ত। তার পুরো স্টাইলিংয়ে দেশিয় আমেজ রেখেছেন। ব্লাউজের জায়গায় বেছে নিয়েছেন তাগা নকশার শর্ট লেন্থ জ্যাকেট। হাতে পরেছেন কাপড় দিয়ে প্যাচানো মোটা কিছু চুড়ি। কোমরবন্দনীতে ঘুঙুর আর হাতের পাতা, বক্ষ লাইনে বাহারি টিপ বসানো। চুল বেধেছেন ফিউশট স্টাইলে। কানে লম্বা ঝোলানো দুল আবার কানে টানা দেওয়া নথ। উন্মুক্ত পায়ে আলতার আলতো ছোয়া! সব মিলিয়ে একেবারেই বৈচিত্র্যময় রূপে ধরা দিয়েছেন জয়া।

ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডসে একেবারেই বৈচিত্র্যময় রূপে ধরা দিয়েছেন জয়া আহসান

বিষয়টি নিয়ে হইচই হওয়ার আগেই জয়া নিজেই জানিয়ে দিয়েছেন কোন উদ্দেশ্য নিয়ে তিনি জামদানি এভাবে পরেছেন। তিনি ফেসবুকে ছবি শেয়ার করে লিখেছেন, ‘সবসময় আমার সাজ পোশাকের মাধ্যমে আমি যে সংস্কৃতি থেকে উঠে এসেছি তা উপস্থাপন করার চেষ্টা করি। অনেক দিন ধরে আমার পরিকল্পনা ছিল একটু অন্যরকম করে জামদানি শাড়ি পরব। আর তার জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের চেয়ে বড় মঞ্চ কী হতে পারে! এ আয়োজনে নামিদামি অনেক শিল্পীদের সঙ্গে দেখা হয়। আমাকে আবারও এমন সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ, ফিল্মফেয়ারকে।’

ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডসে একেবারেই বৈচিত্র্যময় রূপে ধরা দিয়েছেন জয়া আহসান

জানা গেছে, জয়ার এই শাড়ি তৈরি করতে প্রায় ৬ মাস লেগেছে। তবে এভাবে বক্ষ উন্মুক্ত স্টাইলে জামড়ানি পরাকে অনেকে প্রগ্রেসিভ মনে করলেও কেউ কেউ তা মেনে নিতে পারেননি। তারা তিব্র সমালোচনা করছেন জয়ার। এ প্রসঙ্গে অবশ্য জয়া এখনো মুখ খোলেননি।

Related News