হলিউডের সঙ্গীতশিল্পীদের টক্কর দেবেন ইমন চক্রবর্তী

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

‘ইতি মা’ গানে ইমন / ছবি: সংগৃহীত

‘ইতি মা’ গানে ইমন / ছবি: সংগৃহীত

বাঙালি দর্শক মনে কণ্ঠের জাদু ছড়িয়েছেন ভারতের সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী। ভারতবর্ষ জুড়েই তার সুনাম। কেবল কলকাতার বিভিন্ন পুরস্কার নয়, ভূষিত হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। তবে এবার আর দেশের সীমানা নয় কিংবা প্রতিবেশী দেশগুলোতে নয়, ইমনের প্রতিভা ছড়িয়ে গেছে আন্তর্জাতিক অঙ্গনে।  

২০২৫ সালের মার্চে মাসে এবারের অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের আয়োজন করা হয়েছে। প্রথম বাংলা গায়িকা হিসেবে এই সম্মাননা পাওয়ার সৌভাগ্য হতে পারে ইমন চক্রবর্তীর। অস্কারের প্রতিযোগিতায় জায়গা পেয়েছে তার সদ্য প্রকাশ পাওয়া ‘ইতি মা’ গানটি।

বিজ্ঞাপন
ইমন চক্রবর্তী / ছবি: সংগৃহীত

এবছরের অস্কার পুরস্কারের জন্য ৮৯টি গান ও ১৪৬টি আবহসঙ্গীতকে প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে। বিচারকের দায়িতে্ব থাকা বিশ্বব্যাপী বিখ্যাত তারকারা গান বাছাইয়ের কাজ করবেন। ভোটিংয়ের মাধ্যমে ১৫ টি গান ও ২০টি সুর বাছাই করার কথা রয়েছে।

প্রাথমিক বাছাই শুরু হবে আগামী সপ্তাহে। ৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে প্রথম ভোট। সেই বাছাইয়ের তালিকা প্রকাশ পাবে আগামী ১৭ ডিসেম্বর। তারপর হবে চূড়ান্ত নির্বাচন। প্রথম প্রকাশিত তালকায় জায়গা পেয়েছে ‘পুতুল’ সিনেমায় গাওয়া ইমনের গান ‘ইতি মা।’ সিনেমাটি পরিচালনা করেছেন ইন্দিরা ধর মুখোপাধ্যায়।

বিজ্ঞাপন
‘ইতি মা’ গানের পোস্টার

হাওড়া জেলার লিলুয়ায় জন্ম নেওয়া গায়িকা ইমনের পরবর্তী গন্তব্য লস অ্যাঞ্জেলাস। এবারের প্রতিযোগিতায় ইমনতে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে লেডি গাগা, এলটন জন, মাইলি সাইরাস, এড শিরানের মতো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন তারকাদের সঙ্গে। একটি সঙ্গীত প্রতিযোগিতার শ্যুটিং সেটে বসেই এই খবর পান ইমন। তবে, শিল্পীর নিজেরই বিস্ময়ের ঘোর যেন কাটছে না।

এই দৌড়ে জিততে পারার আশাকে দুঃসাহস মনে করেন বলে গণমাধ্যমের এক সাক্ষাৎকারে জানিয়েছেন গায়িকা। তবে বাঙালি সঙ্গীতপ্রেমী হিসেবে এই সম্মাননাও নেহাত কম নয়!