অস্তিত্ব সংকটে থাকা শ্যামাসুন্দরী খালে উচ্ছেদ অভিযান

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর
  • |
  • Font increase
  • Font Decrease

শ্যামাসুন্দরী খালে উচ্ছেদ অভিযান

শ্যামাসুন্দরী খালে উচ্ছেদ অভিযান

দীর্ঘদিন দখল আর দূষণে অস্তিত্ব সংকটে থাকা রংপুরের ঐতিহ্যবাহী শ্যামাসুন্দরী খালে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।

বুধবার (৪ ডিসেম্বর) সকালে রংপুর নগরীর কেড়ানি পাড়া এলাকা থেকে শুরু হয়েছে অবৈধ স্থাপনা অপসারণের কাজ। এসময় খালের দুপাশের জায়গা দখল করে গড়ে তোলা বেশ কয়েকটি স্থাপনা ভেঙে ফেলা হয়।

বিজ্ঞাপন

শ্যামাসুন্দরীর প্রাণ ফেরাতে নগরবাসীরা বলছেন, দীর্ঘদিন পরে শুরু হওয়া এই উচ্ছেদ অভিযান যেন পূর্বের মতো থমকে না যায়। এর আগেও আমরা অনেক পদক্ষেপে দেখছি শুরু না হতেই আটকে যায়। দীর্ঘবছর ধরে শ্যামাসুন্দরী নিয়ে শুধু স্বপ্ন দেখা হয় কিন্তু বাস্তবায়ন হয়নি।

এ বিষয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহামুদুল হাসান মৃধা বলেন, শ্যামাসুন্দরী খালের পাশে ১১৭ জন অবৈধ দখলদারের তালিকা প্রস্তুত হয়েছে। বাকিদের চিহ্নিত করাসহ উচ্ছেদ অভিযান চলমান থাকবে।

বিজ্ঞাপন