ভিন্ন কায়দায় রাফীর ‘লায়ন’-এ যুক্ত হওয়ার খবর দিলেন জিৎ

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

জিৎ-এর জন্মদিনে তাকে এক ঝলক দেখতে এভাবেই ভিড় করে ভক্তরা

জিৎ-এর জন্মদিনে তাকে এক ঝলক দেখতে এভাবেই ভিড় করে ভক্তরা

কিছুদিন আগেই জানা গেছে, পশ্চিমবঙ্গের সুপারস্টার নায়ক জিৎকে নিয়ে সিনেমা বানাচ্ছেন বাংলাদেশের নির্মাতা রায়হান রাফী। যৌথ প্রযোজনার এই সিনেমায় দেখা যাবে বাংলাদেশি শিল্পীদেরও। গত সপ্তাহে জানা যায়, সিনেমাটির কাজ স্থগিত হয়েছে। তবে এবার সেই ‘লায়ন’ সিনেমা নিয়ে নতুন খবর জানা গেল।

গতকাল ৩০ নভেম্বর ছিল জিতের জন্মদিন। ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় বাংলাদেশের পরিচালক রায়হান রাফীর ‘লায়ন’ ছবির তিনিই নায়ক। সেই খবরে সিলমোহর দিয়েছিলেন ছবিটির ভারতীয় প্রযোজক শ্যামসুন্দর দে।

বিজ্ঞাপন
জন্মদিনে সিংহের ডিজােইন করা কেক কেটে নিজের পরের ছবি ‘লায়ন’-এর আভাস দেন জিৎ

শনিবার নায়কের জন্মদিনে তিনি একটি কেক উপহার দিয়েছেন। সাধারণ কেক নয়, বরং সেই কেক বহন করছে বিশেষ ইঙ্গিত। চকলেট কেকের গায়ে উজ্জ্বল এক সিংহের মুখ! মাথায় সোনালি মুকুট। প্রযোজক জানিয়েছেন, কেক দেখে দারুণ খুশি নায়ক। কেটে সঙ্গে সঙ্গে তাতে কামড় বসিয়েছেন।

আনন্দবাজার অনলাইনকে শ্যামসুন্দর জানিয়েছেন সিনেমাটি নিয়ে নতুন তথ্য। তিনি বলেন, ‘বলেছিলাম, ছবিটি হচ্ছে। এই কেক তার প্রমাণ। “লায়ন”-এর জন্য বিশেষভাবে তৈরি এই কেক। একা আমি নই, আজ বাংলাদেশ থেকে রায়হানও জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন জিৎদাকে।’

বিজ্ঞাপন
পরিচালক রায়হান রাফী

এই প্রযোজক আরও জানিয়েছেন, ফোনে প্রতিদিন ছবি নিয়ে আলোচনা হচ্ছে তাদের। ছবিতে জাহাজের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেটির কারণেই ছবিটি তৈরি হতে একটু সময় লাগছে। প্রযোজকের আশা, নতুন বছরে সব সমস্যা মিটে যাবে। তিনিও ‘লায়ন’কে শুটিং ফ্লোরে পৌঁছে দিতে পারবেন।

এদিকে, এবারের জন্মদিনটি ছিলো জিতের জন্য সত্যিই অণ্যরকম। একেবারেই বলিউড কিং শাহরুখ খানের মতো চিত্র দেখা গেলো তার জন্মদিনে। প্রচুর মানুষ জিতের বাড়ির সামনে ভিড় করে। তাদের অবাক করে মধ্যরাতে বারান্দাতে দেখা দিয়েছেন জিৎ! এক মুখ হাসি নিয়ে হাত নেড়েছেন ভক্তদের উদ্দেশে। ঠিক বলিউড সুপারস্টার শাহরুখ খান যেভাবে তার জন্মদিনের প্রথশ প্রহর উদযাপন করেন।

জিৎ

সকালবেলা আলো ফুটতেই আবার বাড়ির সামনে ভক্তের ঢল। নির্দিষ্ট সময়ে সাদা-কালো শার্ট, কালো ট্রাউজার্সে বাড়ির দোতলার বারান্দা এলেন জিৎ। এবার সঙ্গী স্ত্রী মোহনা, মেয়ে নবন্যা, ছেলে রোনাভ, বাবা, ভাই।

নায়ক হাত নাড়াতেই উল্লাস শুরু। নায়কের হাতে উঠে এল মাইক্রোফোন। বললেন, ‘আমি কোনও ঈশ্বর নই যে ছেড়ে দেব, আর রাক্ষস নই যে মেরে দেব’। ‘শত্রু ১’-এর সংলাপ তার মুখে, নেপথ্যে বাজছে জিতের ‘বস’ ছবির গান। প্রিয় নায়কের দর্শনে ততক্ষণে উত্তাল ভক্তরা। তাদের সঙ্গে সেলফি তুলতেও ভুল করলেন না।

জিৎ-এর জন্মদিনে তাকে এক ঝলক দেখতে এভাবেই ভিড় করে ভক্তরা

এখানেই শেষ নয়। অনুরাগীদের দেখা দিয়ে তিনি চলে গেলেন বাড়ির এক তলায়। সেখানে বড় টেবিলে সাজিয়ে রাখা নানা স্বাদের কেক। কোনওটা রেড ভেলভেট, চকোলেট, ভ্যানিলা। আবার কোনওটা ব্ল্যাকফরেস্ট। ঝড়ের গতিতে নিপুণ হাতে একের পর এক কেক কাটলেন জিৎ। সাক্ষী পরিবার এবং সেই ভক্তরা।

৪৬তম জন্মদিনের প্রথম ভাগ এভাবেই কাটিয়ে ফেলেন জিতেন্দ্র মদনানি! যিনি জন্মসূত্রে অবাঙালি হয়েও সর্বাংশে বাঙালি। তিনটি দৃশ্যের ভিডিও ইতোমধ্যেই ভাইরাল সামাজিক মাধ্যমে। সেখানেই শাহরুখ খানের সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন সকলে।

বয়স যতই বাড়ুক কিংবা ছবি যেমনই ব্যবসাই করুক- তার অনুরাগী সংখ্যায় কিন্তু চিড় ধরেনি। এখনও বাংলা ছবির সনাতনী ধারা মেনে তিনি পুরোপুরি বিনোদনধর্মী ছবিতে নিবেদিতপ্রাণ। এভাবেই কি আগামী বছরগুলোও কাটিয়ে দেবেন তিনি? নাকি শহুরে রীতি মেনে ছবির ভাবনায় বদল আনবেন?

জিৎ

জিতের সাম্প্রতিক ছবি ‘ব্যুমেরাং’ বলছে, তিনি মধ্যপন্থী। আমজনতাকে একেবারে অস্বীকার করে ধ্রুপদী হয়ে ওঠায় বিশ্বাসী নন। সে কথা তিনি জন্মদিনেও বুঝিয়ে দিয়েছেন। নিজের ঝাঁঝালো সংলাপের পাশাপাশি তিনি অনুরাগীদের আশ্বাস দিয়েছেন, ‘একসাথে এক হয়ে এগিয়ে চলার মানে জিৎ’।