আমি প্রেমে আছি, ভালোবাসায় আছি: সাফা কবির
ছোট পর্দার জনপ্রিয় তারকা সাফা কবিরের প্রেম ভালোবাসা নিয়ে খুব একটা চর্চা হয় না। তবে এই অভিনেত্রী এবার নিজেই গণমাধ্যমে বললেন, তার জীবনের ভালোবাসার অবস্থা খুব ভালো।
তবে পরেই যা বললেন তাতে মুখরোচক গল্প আর তৈরি হলো না! সাফা বলেন, ‘পরিবার, বন্ধুদের নিয়ে খুব ভালো আছি। দিনকালও ভালোই কাটছে। ভালোবাসা কিন্তু নানারূপে আসতে পারে। কখনো বন্ধুর রূপে আসতে পারে। কখনো পারিবারের ভালোবাসার মানুষ থাকতে পছন্দ করে। তবে বেশির ভাগ ক্ষেত্রে ভালোবাসার কথা বললে, জীবনসঙ্গীর কথা সামনে আসে। সে ক্ষেত্রে বলব, আমার পার্টনার হওয়ার মতো কেউ এখনো আসেনি। জীবনসঙ্গী যখন আসবে, তখন সবাই জানতে পারবেন।’
আমি প্রেমে আছি, ভালোবাসায় আছি, তবে সেটা শুধুই কাজের-এমন উল্লেখ করে সাফা কবির বলেন, ‘আমার মনে হয়, আমি আমার কাজের প্রেমে আছি। কাজের ভালোবাসায় আছি। সব শিল্পী এ ধরনের কথাই বলেন। তাই শুনতেও একরকম ক্লিশে শোনাতে পারে। অনেকে হয়তো ভাবতেও পারেন, এটা বলার জন্য বলছি। মোটেও তা নয়, আমি মন থেকে বলতে চাই, আমি সত্যিই আমার পেশাকে খুব ভালোবাসি। এই পেশার প্রেমে আমি ডুবে আছি। কাজের মধ্যে আমি এত বেশি ব্যস্ত থাকি, তাই আলাদাভাবে জীবনসঙ্গী নিয়ে ভাবব যে ..., অবশ্যই জীবনসঙ্গী থাকা মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমিও একদিন বিয়ে করব। করতে চাই।’
বিয়ে করতে চাইলেও আপাতত এ বিষয়ে কোনো ভাবনা নেই সাফা কবিরের। বললেন, ‘সত্যিই আমি কিন্তু বিয়েতে এখন ফোকাসড নই। এ জন্য হয়তো আমার তাড়াহুড়োও নেই, এখনই বিয়ে করতে হবে। আমার পরিবারের পক্ষ থেকেও এ নিয়ে কোনো চাপাচাপি নেই। সত্যিই বলতে, যখন সাংবাদিকদের সঙ্গে কথা হয়, তখন মনে হয়, আমার তো বিয়ে করা উচিত। কারণ, বিয়ে নিয়ে প্রশ্নটা প্রায়ই শুনতে হয়। এটা ছাড়া বিশ্বাস করেন, আমার বিয়ে নিয়ে কিছু মনে হয় না।’
তবে সাফার ব্যক্তিজীবনে প্রেমিক না থাকলেও তিনি এখন বেশ ব্যস্ত ভালোবাসার গল্প নিয়েই। খোলাশা করে বলা যাক, ভালোবাসা দিবসের আর বাকি আড়াই মাস। দিবসটি ঘিরে তারকাদের ব্যস্ততা শুরু হয়ে গেছে এরইমধ্যে। ছোট পর্দার তারকাদের নাটকের শুটিংয়ের ব্যস্ততা কাটছে বেশি। সময়ের ব্যস্ত তারকা সাফা কবির এরই মধ্যে দুটি নাটকের শুটিং শেষ করেছেন। আগামী ৩ ডিসেম্বর থেকে টানা আরও কয়েকটি নাটকের শুটিং করবেন। ভিন্ন ভিন্ন গল্পের নাটকের শুটিং করছেন বলে জানালেন তিনি।
সাফা বলেন, ‘দর্শকদের ভালো কিছু উপহার দেওয়ার ইচ্ছা থেকে ব্যতিক্রমী গল্পের কাজ করছি। সামনের ভালোবাসা দিবসের দিকে তাই তাকিয়ে আছি। ভালোবাসা দিবসে শুটিংয়ের কথা বলার পাশাপাশি ভালোবাসা নিয়ে নিজের ভাবনার কথাও বললেন। জানালেন, তিনি প্রেমে আছেন, ভালোবাসায়ও আছেন, তবে...।