অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট ভাঙতে মানববন্ধন

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, লালমনিরহাট
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট ভেঙে বাজার নিয়ন্ত্রণসহ আলু, পেঁয়াজ ও খোলা সয়াবিন তেল ও নিত্যপণ্য দ্রব্যমূল্যের বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) লালমনিরহাট জেলা কমিটি।

বিজ্ঞাপন

সোমবার (২ ডিসেম্বর) সকালে লালমনিরহাট শহরের প্রাণকেন্দ্র মিশন মোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, বাজারে পণ্যের দাম বেড়ে যাওয়ায় ক্রেতারা হিমশিম খাচ্ছেন। অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে নিত্যপণ্যের দাম বাড়াচ্ছেন। অনেক পণ্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে।

বিজ্ঞাপন

ব্যবসায়ী সিন্ডিকেট ভাঙতে না পারলে বাজার পরিস্থিতি স্বাভাবিক হবে না। তাই দ্রুত সময়ের মধ্যে অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট ভেঙে বাজার নিয়ন্ত্রণ করতে হবে।

মানববন্ধনে বক্তব্য দেন ক্যাব লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম লিটন, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আঞ্জুমান আরা শাপলা, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সাধারণ সম্পাদক সাংবাদিক আনিছুর রহমান লাডলা, সুশীল সমাজের প্রতিনিধি মনিরুজ্জামান মনির, ইকবাল বানু হেলেন আলো প্রমুখ।

এ সময় বক্তারা অবিলম্বে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে কঠোর নজরদারির আহ্বান জানান। পরে জেলা প্রশাসকের মাধ্যমে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বরাবর স্মারকলিপি দেন।