শাহরুখের ‘চড়’ খাওয়া নিয়ে মুখ খুললেন হানি সিং

বলিউড, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2024-12-22 12:51:28

বলিউড বাদশা শাহরুখ খানকে সবাই ভদ্রলোক বলেই জানেন। অথচ সেই শাহরুখই কিনা মেজাজ হারিয়ে জনপ্রিয় গায়ক হানি সিংকে থাপ্পড় মেরেছিলেন! আসলেই কি তাই?

প্রচলিত আছে, একসঙ্গে শো করতে গিয়ে র‌্যাপার হানি সিংকে থাপ্পড় মেরেছেন শাহরুখ খান- এই শিরোনামে ভারতীয় কিছু গণমাধ্যম ৯ বছর আগে সংবাদ প্রকাশ করে। তখন হানি সিং এ বিষয়ে চুপ ছিলেন। এমনকি শাহরুখও এ বিষয়ে কখনোই মুখ খোলেননি।

হানি সিং ও শাহরুখ খান

সম্প্রতি ওটিটিতে মুক্তি পেয়েছে হানি সিংয়ের জীবনীনির্ভর তথ্যচিত্র ‘ইয়ো ইয়ো হানি সিং’। সেই তথ্যচিত্রে হানি নিজেই জানিয়েছেন প্রকৃত ঘটনা। ‘শাহরুখ কখনোই আমার গায়ে হাত তুলতে পারেন না। উনি এমন মানুষই নন’, প্রকৃত ঘটনা বলতে গিয়ে শাহরুখকে নিয়ে এভাবেই কথা বলেন হানি সিং।

তিনি বলেন, ‘৯ বছর আগে ঘটে যাওয়া ঘটনাটি নিয়ে আমি কখনোই কথা বলিনি। কেউ জানে না প্রকৃত ঘটনা। সবাই বলেছিলো, শাহরুখ আমাকে থাপ্পড় মেরেছিলো! সে কখনোই এটা করতে পারে না।’

হানি সিংয়ের দলের সঙ্গে শাহরুখ খান

এরপর সেই ঘটনার বিস্তারিত তুলে ধরেন হানি। বলেন, ‘‘যখন আমাকে শিকাগো গিয়ে শো করতে বলা হয়েছিলো, আমি রাজি হইনি। আমার মনে হয়েছিলো, ওই শোতে গেলে আমি আর ফিরবো না। আমাকে মেরে ফেলা হবে। কিন্তু সবাই আমাকে জোর করছিলো। তারা বলছিলো আমার শো করতে যাওয়া উচিত। এরপর আমার ম্যানেজার এসে বারবার তাড়া দিচ্ছিলো যে, কেন আমি রেডি হচ্ছি না। আমি যাচ্ছি না, এটা তাকে জানিয়ে দিলাম। এরপর ট্রিমার নিয়ে ওয়াশরুমে গেলাম। আমার মাথার সব চুল কামিয়ে ফেললাম। বাইরে এসে তাদের বললাম, ‘দেখো, আমি কীভাবে এখন শো করতে যাবো?’ আমার ম্যানেজার বললো, ‘মাথায় ক্যাপ পরে চলে যাও।’ হাতের কাছেই একটা কফির মগ ছিলো। মগটি নিয়ে আমার মাথায় আঘাত করলাম এবং মাথা ফেটে গেল!”

ডকুমেন্টারিতে হানি সিং-এর বোনও স্বীকার করেন যে, তখন তার ভাই শো করতে যেতে চায়নি শিকাগোতে। কারণ হানির মনে হচ্ছিলো কোথাও একটা ঘাপলা আছে।

একসঙ্গে ‘লুঙ্গি ড্যান্স’ গানে পারফর্ম করেন শাহরুখ ও হানি

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

Related News