বিটিভির দর্শক টানছে আধুনিক গানের অনুষ্ঠান ‘সঙ্গীতা’
সম্প্রতি বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সম্প্রচারিত হয়েছে আধুনিক গানের অনুষ্ঠান সঙ্গীতা। ৭ টি মৌলিক গান দিয়ে সাজানো এ অনুষ্ঠানটি দর্শক-শ্রোতাদের নিকট বেশ প্রশংসিত হয়েছে।
‘এই শহরে আজ নামলো যে বৃষ্টি’, ‘জীবনের মঞ্চে করে গেলে তুমি কি দারুণ অভিনয়’, ‘করি পাগলামি তুমি আর আমি’, ‘ভুল যদি ভেঙে যায়’, ‘আকাশের মত আমি একাই ছিলাম’, ‘প্রশ্ন করেছি আমি’, ‘আমি তো আগের মতই আছি’ ইত্যাদি শিরোনামের গানগুলো পরিবেশন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী মুহিন খান, অর্পিতা মল্লিক, তন্বী সাহা, এজানুর রহমান, নম্রতা বড়ুয়া সেতু, তানজিম তাবাসসুম অর্থী ও শবনম প্রিয়াঙ্কা।
গানগুলো লিখেছেন গীতিকার জাহাঙ্গীর রানা, রঙ্গু শাহাবুদ্দিন, আবুল হাসান তুহিন, শিরিন আকতার ইসলাম, জয়নুল আবেদীন, ইউনুস আলী মোল্লা এবং মনিরুজ্জামান মনির। সবগুলো গানের সুর ও সঙ্গীত আয়োজন করেছেন বিশিষ্ট সঙ্গীত পরিচালক গোলাম সারোয়ার।
তিনি বলেন, সঙ্গীতার মত একটি জনপ্রিয় অনুষ্ঠানের সব কয়টি গানের সুর ও সঙ্গীত আয়োজন করতে পেরে আমার খুব ভালো লাগছে। এই গানগুলোর যারা গীতিকার সবাই খুব ভালো লিখেছেন এবং শিল্পীরা আবেগ দিয়ে গেয়েছেন। প্রতিটি গান দর্শক-প্রিয় হয়েছে। বিটিভির দর্শক টানতে সঙ্গীতা অনুষ্ঠানটি ভূমিকা রাখছে’।
অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোঃ তারিকুজ্জামান মিলন এবং উপস্থাপনা করেছেন জোনাকি জ্যোতি।