সবাইকে পেছনে ফেলে ‘পুষ্পা ২’ এখন এক নম্বরে

বলিউড, বিনোদন

মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম | 2024-12-22 19:36:35

‘স্ত্রী ২’ যখন বক্স অফিস কাঁপাচ্ছে, ঠিক তখনই সমস্ত রেকর্ড ভেঙে ফেলার জন্য মুক্তি পেল ‘পুষ্পা ২: দ্যা রুল’। সিনেমাটির মাত্র ৩ দিনে পেরিয়েছিল ৬০০ কোটি টাকার গণ্ডি। সিনেমার প্রতি মানুষের উত্তেজনা দেখে বেশ বোঝা গিয়েছিল, খুব শীঘ্রই বেশ কয়েকটি রেকর্ড ভাঙতে চলেছে এই সিনেমাটি।

শাহরুখ খানের ‘জওয়ান’, শ্রদ্ধা কাপুরের ‘স্ত্রী ২’, রণবীর কাপুরের ‘এনিম্যাল’, প্রভাসের ‘বাহুবলী ২’সহ সর্বকালের সেরা হিট ছবিগুলো পেছনে ফেলে দিয়ে ১৫ দিনের মধ্যে উপার্জনের দিক থেকে এগিয়ে গেছে পুষ্পা ২। ওয়েবসাইট অনুযায়ী জানা গেছে, সিনেমাটি তৃতীয় শুক্রবার বক্স অফিসে সংগ্রহ করেছে ১২.১১ কোটি রুপি। শনিবারের সংগ্রহ মিলিয়ে সিনেমাটির মোট সংগ্রহ ১০৪৬.৭৫ কোটি রুপি।

 ‘পুষ্পা ২’তে আল্লু অর্জুন

যার মধ্য দিয়ে ‘পুষ্পা ২’ হয়ে উঠলো ভারতের সবচেয়ে বেশি আয় করা সিনেমা। এতোদিন ১০৩১ কোটি রুপি আয় করে এই জায়গাটি ধরে রেখেছিলো রাজামৌলীর সিনেমা ‘বাহুবলী ২’। 

‘পুষ্পা ২’ প্রথম সপ্তাহে আয় করেছিল ৭২৫.৮ কোটি টাকা। দ্বিতীয় সপ্তাহে আয় ছিল ২৬৪. ৮ কোটি টাকা। দ্বিতীয় সপ্তাহে আয় কিছুটা কমে গেলেও মানুষের মধ্যে উত্তেজনা একই রকম ছিল। সিনেমাটি মুক্তির প্রথম ১৪ দিনের মধ্যে বিশ্বব্যাপী আয় করেছিল ১৫০০কোটি টাকা, শুধুমাত্র হিন্দি ভার্সনে সিনেমাটি ১৫ দিনে আয় করেছে ৬৩২.৫০ কোটি টাকা।

 ‘পুষ্পা ২’তে আল্লু অর্জুন

সিনেমাটি মুক্তির আগেই শোনা গিয়েছিল এটি নেটফ্লিক্সে দেখানো হবে। কিন্তু সিনেমা হলে যেভাবে রমরমিয়ে চলছে, তাতে আগামী কিছু মাস সিনেমাটি ডিজিটাল প্লাটফর্মে যে একেবারেই দেখানো যাবে না, তা বলাই বাহুল্য।

‘পুষ্পা ২’ সিনেমাটি নিয়ে একদিকে যেমন মানুষের মধ্যে হৈচৈ দেখা গেছে তেমন অন্যদিকে একের পর এক সমস্যার সম্মুখীন হয়েছেন আল্লু অর্জুন। সিনেমা মুক্তি ঠিক আগের দিন ৪ ডিসেম্বর তেলেঙ্গানায় দর্শকদের চাপে পড়ে এক মহিলার মৃত্যু হয়। গুরুতর আহত হয় ওই মহিলার একমাত্র ছেলে।

 ‘পুষ্পা ২’তে রাশমিকা মান্দানা ও আল্লু অর্জুন

দুর্ঘটনার সমস্ত দায় স্বীকার করে অভিনেতা ক্ষমা চাইলেও ১৩ ডিসেম্বর অভিনেতাকে গ্রেফতার করা হয়। ঠিক তার পরের দিন অর্থাৎ ১৪ ডিসেম্বর তেলেঙ্গানা হাইকোর্ট অভিনেতাকে ৪ সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিয়ে ছেড়ে দেয়। যদিও এত কিছুর মধ্যেও বারবার অভিনেতার তরফ থেকে মৃতের পরিবার এবং আহত ওই শিশুর পাশে দাঁড়ানোর বার্তা দেওয়া হয়।

তথ্যসূত্র: কইমই

Related News