যিশুকে ‘প্রতারক’ বলে খোঁচা প্রাক্তন স্ত্রীর!

টলিউড, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2024-12-22 19:44:00

এক ছাদের তলায় আর থাকছেন না যিশু সেনগুপ্ত-নীলাঞ্জনা। পথও বেঁকে গিয়েছে দু’জনের। সমাজিক যোগাযোগ মাধ্যম থেকে যিশুর সমস্ত ছবি ও নিজের নামের পাশ থেকে সেনগুপ্ত পদবি মুছে দিয়েছিলেন নীলাঞ্জনা। তার পরই স্পষ্ট হয় তাদের বিচ্ছেদের গুঞ্জন।

গত কয়েক মাসে ফেসবুকে নানা ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছেন নীলাঞ্জনা। কটাক্ষের তির প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যে যিশুর দিকেই, সে কথা বুঝতে অসুবিধা হয় না। যদিও কোথাও যিশুর নাম করেন না তিনি। এই মুহূর্তে ‘খাদান’ সিনেমার সাফল্য নিয়ে ব্যস্ত যিশু। বক্স অফিসে ঝড় তুলেছে দেব-যিশুর যুগলবন্দি। এর মাঝেই ফের যিশুকে খোঁচা দিলেন নীলাঞ্জনা!

একে অপরকে ভালোবেসে অল্প বয়সেই বিয়ে করেছিলেন যিশু-নীলাঞ্জনা

তিনি লিখেছেন, ‘সম্পর্কে থাকাকালীন সঙ্গীর সঙ্গে প্রতারণা হল সবচেয়ে অসম্মানজনক কাজ, যা কোনও মানুষ করতে পারে না। যদি তুমি কোনও সম্পর্কে সুখী না থাকো, তা হলে সেটা চুকিয়ে অন্য সম্পর্ক শুরু কর।’

সেনগুপ্ত পদবি সরিয়ে ফেলার পরে ইনস্টাগ্রামে নীলাঞ্জনা নিজের পরিচয় দেন ‘নিনি চিনি’র মাম্মা হিসাবে। কিছু দিন আগেও সম্পর্ক এবং বিয়ে নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছিলেন নীলাঞ্জনা। তিনি লিখেছিলেন, ‘কেউ ২৫ বছরে বিয়ে করে, কিন্তু ৫ বছর পরেই ডিভোর্স হয়ে যায়। কেউ ৪০ বছরে বিয়ে করেছে, কিন্তু সেখানে এক জীবনের ভালবাসা পেয়ে গিয়েছে। তাই আপনার দেরি হয়নি, আবার সময়ের আগেও কিছু হয়নি। আপনি যেখানে রয়েছেন ঠিক সেখানেই থাকার কথা ছিল।’

দুই কন্যাকে নিয়ে সুখের সংসার ছিলো যিশু-নীলাঞ্জনার

টলিপাড়ায় কানাঘুষো, যিশু নাকি নিজের পিএসের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। প্রেমের টানেই নাকি ঘর ছেড়েছেন। যদিও তার অতি ঘনিষ্ঠদের দাবি, যা রটেছে তা ঘটেনি। মহিলা পিএসের সঙ্গে প্রেম নেই যিশুর। তা হলে সেনগুপ্ত দম্পতির সম্পর্কে এমন ফাঁক এল কী ভাবে, তা নিয়ে ধোঁয়াশা রয়েই গিয়েছে।

Related News