সব ভুলে গিয়ে নিজেকে নতুনভাবে আবিষ্কার করছি: পূজা

ও‌য়েব ও সি‌রিজ, বিনোদন

মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম | 2024-12-23 14:31:00

গত শনিবার রাতে ‘ব্ল্যাক মানি’ ওয়েব সিরিজের আইটেম গান ‘প্রেমের দোকানদার’ মুক্তি পেয়েছে। প্রায় ৪ মিনিটের গানটিতে আবেদনময়ী রূপে হাজির হয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরী। গানটি মুক্তির পর অন্তর্জালে পূজার পারফরমেন্স প্রশংসিত হয়েছে। এ নিয়ে কথা বলেছেন তিনি

পূজা চেরী । ছবি: ফেসবুক

‘প্রেমের দোকানদার’ আইটেম গানের সাড়া কেমন পাচ্ছেন?

আমার কাছে তো খুব ভালো রেসপন্স আসছে। বিভিন্ন মাধ্যমে গানটি ও আমার পারফরমেন্সের প্রশংসা পাচ্ছি। গানটিতে নেচে আমারও ভালো লেগেছে। কারণ সব সময় এতো সুন্দর গান পাওয়া যায় না। কনা আপু কি সুন্দর গেয়েছেন। এই গানে আমাকে গল্পের প্রয়োজনেই প্রেজেন্ট করা হয়েছে। বাড়তি কিছুই করিনি। ছবিটি দেখার পর গানটির সঙ্গে দর্শক আরও সংযোগ স্থাপন করতে পারবেন। প্রিয় চট্টোপাধ্যায়ের লেখা গানটি সুর করেছেন আকাশ। এতে কনার সঙ্গে আকাশ নিজেও কণ্ঠ দিয়েছেন। আমি এই সিরিজে অভিনয় করেছেন ‘মিস শায়লা’ চরিত্রে। দীর্ঘদিন পর পরিচালক রায়হান রাফীর সঙ্গে কাজ করলাম। ‘ব্ল্যাক মানি’ সিরিজটি জানুয়ারির প্রথম সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাবে।

‘ব্ল্যাক মানি’ সিরিজের পোস্টার

প্রথমবার ওয়েব সিরিজ। কেমন অভিজ্ঞতা হলো?

সিনেমা, বিজ্ঞাপনচিত্রসহ সব মাধ্যমে কাজ করেছি। বাদ ছিল শুধু ওয়েব সিরিজ। অনেক দিন ধরে প্রস্তাবও ছিল। কিন্তু গল্প ও আনুষঙ্গিক বিষয় পছন্দ না হওয়ায় কাজ করা হয়নি। এটা আমার প্রথম সিরিজ, ওয়েব সিরিজ করার আগ্রহ থেকেই এটির কাজ করা। সবচেয়ে বড় কথা, আমার নায়িকাজীবনের প্রথম সিনেমা ‘পোড়ামন টু’র পরিচালক রায়হান রাফী এই সিরিজের নির্মাতা। চিত্রনায়ক রুবেল, ইন্তেখাব দিনার, সালাহউদ্দিন লাভলুর মতো গুণী অভিনয়শিল্পীরা আছেন, তাদের সঙ্গে কাজ করে শিখতে পারব। এই শেখার লোভ থেকে কাজটি করা। শিখেছিও।

পূজা চেরী । ছবি: ফেসবুক

সিরিজটি নিয়ে প্রত্যাশা কেমন?

প্রতিটি কাজ অনেক পরিশ্রম, অনেক যত্ন নিয়ে করি আমরা। তাই চাইবো, দর্শক কাজটি দেখুক, তাদের ফিডব্যাক জানাক। ‘ব্ল্যাক মানি’ ভালো একটি ওয়েব সিরিজ, ভালো একটি কাজ- এইটুকুই। এর বাইরে আলাদাভাবে কিছু আমার অভিনয়জীবনে যোগ করবে না।

পূজা চেরী । ছবি: ফেসবুক

অনেক দিন ধরে আপনার নতুন কোনো সিনেমায় অভিনয়ের খবর নেই...

শিগগিরই নতুন ছবির খবর জানাবো। এর আগে আমি কী করেছি, না করেছি-ওগুলো সব ভুলে গিয়ে পূজাকে নতুনভাবে আবিষ্কার করার জন্য চিন্তাভাবনা করছি। নতুনভাবে পূজা ফিরে আসুক, সেটাই চাইছি। ওই প্রস্তুতিটাই নিচ্ছি।

পূজা চেরী । ছবি: ফেসবুক

শাকিব খানের সঙ্গে এখন আপনাকে নিয়মিত বিভিন্ন ইভেন্টে দেখা যাচ্ছে...

এসব ইভেন্টে শুধু যে শাকিব ভাই আছেন, তা নয়। আরও অনেক শিল্পী থাকেন। তার চেয়ে বড় কথা, আমি যে ব্র্যান্ডের সঙ্গে জড়িত, যে প্রতিষ্ঠানের আমি শুভেচ্ছাদূত, সেই প্রতিষ্ঠানকে তো আমাকে প্রমোট করতেই হবে। আর যেহেতু শাকিব খান প্রতিষ্ঠানটির পরিচালকদের একজন, তাকে তো থাকতেই হয়। এ কারণেই বিভিন্ন ইভেন্টে তার সঙ্গে দেখা যায় আমাকে।

Related News