প্রথমবার দেখা যাবে কুসুম, মেহজাবীন, স্পর্শিয়া, ফারিণকে

ঢালিউড, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2024-12-27 14:17:06

কেউ প্রথমবার পরিচালনা করেছেন, কেউ আবার অভিনয়শিল্পী হিসেবে বড় পর্দায় আত্মপ্রকাশ করেছেন। এমন অনেক ‘প্রথম’-এর মিলনমেলা দেখা যাবে ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বাংলাদেশ প্যানারোমা বিভাগে। এই বিভাগে ১০টি সিনেমা চূড়ান্ত মনোনয়ন পেয়েছে। দর্শকদের আগ্রহের এসব সিনেমা একসঙ্গে দেখা যাবে উৎসবে। যে সিনেমাগুলো দিয়ে বছরের বিভিন্ন সময় আলোচনায় ছিলেন তারকা ও কলাকুশলীরা।

মেহজাবীন চৌধুরী দীর্ঘ ক্যারিয়ারে প্রথম বড় পর্দায় আসেন ‘প্রিয় মালতী’ সিনেমা দিয়ে। কায়রো উৎসবে মনোনয়নের পর সিনেমার মুক্তির ঘোষণা আসে। এটি গত সপ্তাহে মুক্তি পেয়েছে। এর মধ্যে ছোট পর্দার মেহজাবীনকে বড় পর্দায় দেখার অপেক্ষা ফুরোয়। শঙ্খ দাশগুপ্ত পরিচালিত সিনেমাটি দর্শক পছন্দ করছেন। কেউ কেউ তার ক্যারিয়ারের সেরা কাজ, এমনটাও বলছেন। সে সিনেমাটি এবার হলের পরে দর্শকেরা ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দায় দেখতে পারবেন। তবে তার অভিনীত প্রথম সিনেমা ‘সাবা’, যা এখনো মুক্তি পায়নি।

‘প্রিয় মালতী’ সিনেমায় মেহজাবীন চৌধুরী

দুই মাস আগেই আলোচনায় আসেন কুসুম সিকদার। ‘শরতের জবা’ সিনেমা দিয়ে তার নামের আগে যোগ হয় নতুন পরিচয়। তিনি পরিচালক হিসেবে দর্শকদের সামনে এসেছেন। এই সিনেমা দিয়ে অভিনেত্রীর দীর্ঘদিন পরে ফেরা। তার সিনেমাটিও ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে। কুসুম বলেন, ‘দর্শক হলে দেখেছেন, এখন ওটিটিতেও দেখা যাচ্ছে। আবার দেশের বড় উৎসবে সিনেমাটি নির্বাচিত হয়েছে। সব মিলিয়ে ভালো লাগছে। প্রথম সিনেমা দিয়ে প্রাপ্তি অনেক।’

‘শরতের জবা’ সিনেমায় কুসুম সিকদার

ক্যারিয়ারের শুরুর দিকে; প্রায় ছয় বছর আগে তাসনিয়া ফারিণ প্রথম নাম লিখিয়েছিলেন ‘ফাতিমা’ সিনেমায়। নানা কারণে শুটিং আটকে থাকা সেই সিনেমা দিয়ে এ বছর বড় পর্দায় এসেছেন এই অভিনেত্রী। ধ্রুব হাসান পরিচালিত সিনেমাটিও নির্বাচিত হয়েছে ঢাকা উৎসবে। তবে বাংলাদেশের আগে কলকাতার প্রেক্ষাগৃহে প্রথম দেখা গেছে ফারিণকে।

‘ফাতিমা’ সিনেমায় তাসনিয়া ফারিণ

চলচ্চিত্র অভিনেতা আদর আজাদ ও অর্চিতা স্পর্শিয়া অভিনীত ওয়েব ফিল্ম ‘এখানে নোঙর’ও জায়গা করে নিয়েছে বাংলাদেশ প্যানোরমা বিভাগে। এটি পরিচালনা করেছেন মেহেদী রনি। এই ছবির মাধ্যমে অর্চিতা স্পর্শিয়া এবং আদর আজাদকেও প্রথমবার ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বাংলাদেশ প্যানারোমা বিভাগে দেখা যাবে। ছবিটির গল্প গড়ে উঠেছে দেশের সমূদ্র তীরবর্তী এলাকার জাহাজ চালকদের জীবন নিয়ে। তাদের জীবনের সংগ্রাম ও ক্ষমতা দখলের খেলার পাশাপাশি ছবিটিতে উঠে এসেছে দারুণ এক প্রেমের গল্প। 

 ‘এখানে নোঙর’ সিনেমায় আদর আজাদ ও অর্চিতা স্পর্শিয়া

এ ছাড়া দৌলতদিয়ার যৌনকর্মীদের জীবন, সামাজিক পরিচয় ও অধিকারের গল্প নিয়েই সিনেমা ‘নীলপদ্ম’ নির্বাচিত হয়েছে এ আয়োজনে। এটি পরিচালনা করেছেন স্বাধীন চলচ্চিত্র নির্মাতা তৌফিক এলাহী। এতে অভিনয় করেছেন অভিনেত্রী রুনা খান, রোকেয়া প্রাচী, শাহেদ আলী, সুজাত শিমুলসহ আরও অনেকে। মেহজাবীন, ফারিণদের সিনেমা প্রথমবার জায়গা করে নিলেও রুনা খান, রোকেয়া প্রাচীর বেশকিছু ছবি এই উৎসবে প্রশংসিত হয়েছে।

‘নীলপদ্ম’ সিনেমায় রুনা খান

এ ছাড়া নিয়ামুল মুক্তা পরিচালিত ওয়েব সিনেমা ‘রক্তজবা’য় প্রথমবার একসঙ্গে অভিনয় করেছেন শরীফুল রাজ ও নুসরাত ইমরোজ তিশা। পরিচালকের সঙ্গে দুই অভিনয়শিল্পীর প্রথম সিনেমা এটি। পরিচালকের দ্বিতীয় সিনেমা।

এর আগে বুসান চলচ্চিত্র উৎসবের নিউ কারেন্টস বিভাগে একসঙ্গে প্রথমবার বাংলাদেশের দুই সিনেমা মনোনয়ন পেয়ে আলোচনায় আসে। ইকবাল হোসাইন চৌধুরীর ‘বলী’ ও বিপ্লব সরকারের ‘আগন্তুক’। দুটি সিনেমাই ছিল দুই পরিচালকের ক্যারিয়ারের প্রথম সিনেমা। শুধু তাই নয়, সেই উৎসবে প্রথমবারের মতো নিউ কারেন্টস পুরস্কার জয় করে ‘বলী’, যা ছিল বাংলাদেশের সিনেমার উল্লেখযোগ্য অর্জনের একটি। দুটি সিনেমা ঢাকার উৎসবে একসঙ্গে দেখতে পারবেন দর্শক। উৎসবের সমাপনী সিনেমা ‘বলী’।

‘রলী’ সিনেমার পোস্টার

আগামী ১১ থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত চলবে এই আয়োজন। এবারের আয়োজনে ৭৫টি দেশের ২২০টির বেশি সিনেমা প্রদর্শিত হবে। উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল বলেন, ‘আমরা আগে আটটি সিনেমার নাম ঘোষণা করেছিলাম। এবার আরও দুটিসহ সর্বমোট ১০টি সিনেমার নাম ঘোষণা করেছি। দর্শকদের জন্য শৈল্পিক বিচারে কিছু পরিবর্তনের মাধ্যমে সিনেমাগুলোতে বৈচিত্র্য আনার চেষ্টা করেছি।’ বরাবরের মতো ঢাকা উৎসব আয়োজন করেছে রেইনবো ফিল্ম সোসাইটি।

Related News