‘সিজন ১’ বনাম ‘সিজন ২’: ‘স্কুইড গেম’ নিয়ে ভক্তদের প্রতিক্রিয়া

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

স্কুইড গেম : সিজন টু এর তারকারা / ছবি: সংগৃহীত

স্কুইড গেম : সিজন টু এর তারকারা / ছবি: সংগৃহীত

ঘরবন্দি মানুষ যখন করোনা মহামারির আতঙ্ক আর বের হতে না পারার হতাশায় ডুবে ছিল, তখন যেন বিনোদন মাধ্যম হিসেবে অনলাইন প্লাটফর্মের স্বর্ণযুগ শুরু হয়। ২০২১ সালে শীর্ষস্থানীয় অনলাইন প্লাটফর্ম নেটফ্লিক্স প্রকাশ করে সিরিজ স্কু্ইড গেম। করোনার প্রভাবকালীন সময়ে প্রকাশিত দক্ষিণ কোরিয়ান এই সিরিজ রাতারাতি বনে যায় বিশ্বব্যাপী জনপ্রিয়। ছোটবেলায় মজার সব স্মৃতি বিজড়িত খেলাগুলো যখন মৃত্যুকূপে পরিণত হয় তখন পর্দার খেলোয়াড় আর স্ক্রিনের সামনে বসা দর্শক, সবার মধ্যেই বিরাজ করে টান টান উত্তেজনা। সিরিজটি শেষ হয়েছিল রোমাঞ্চকর একটি পরিস্থিতিতে। এমনকি শেষে দ্বিতীয় কিস্তির আঁচও দেওয়া হয়েছিল। এজন্য স্কুইড গেম সিজন টু এর জন্য ভক্তরা অধীর আগ্রহে বসে ছিল।

৩ বছর পর এবছর ক্রিসমাস উপলক্ষে ২৬ ডিসেম্বর প্রকাশিত হয়েছে স্কুইড গেম সিজন টু। তবে এই সিজন নিয়ে অধিকাংশ ভক্তই হতাশ। আইএমডিবিতে প্রথম সিজন যেখানে দর্শকদের ৮৪ শতাংশ এবং সমালোচকদের ৯৫ শতাংশ ভোট পেয়েছিল, সেখানে সিজন টু দর্শকদের ৫৯ শতাংশ এবং সমালোচকদের থেকে ৮৮ শতাংশ ভোট পেয়েছে। স্পষ্টভাবেই বহুল প্রত্যাশিত হওয়ার পরও প্রথম সিজনের মতো দ্বিতীয় সিজন ভক্তদের মনে দাগ কাটতে পারেনি।  

বিজ্ঞাপন
স্কুইড গেম, সিজন ২-এর পোস্টার: সেওং গি-হুন(প্রধান) চরিত্রে লি জং-জায়ে / ছবি: সংগৃহীত

প্রথম সিজন যেখানে শেষ হয়েছিল এবারের গল্প সেখানে থেকেই শুরু হয়। সিরিজের প্রধান চরিত্র সেওং গি-হুন স্কুইড গেম জেতার পর তার জীবনের গল্প এগিয়ে চলে। প্রিয় বন্ধুসহ এত মানুষের মৃত্যুর সাক্ষি হওয়ায়, গেমে জেতা ৫৪.৬ বিলিয়ন দক্ষিণ কোরিয়ান ইয়ন( কোরিয়ান মুদ্রা)ও তার মনে শান্তি এনে দিতে পারেনা। তাই নিজের মেয়ের কাছে আমেরিকায় যাওয়ার প্রস্তুতিতে নেয় সে। তবে বিমানবন্দরেই এমন কিছু ঘটে যে কারণে সিদ্ধান্ত বদল করে স্কুইড গেমের ফ্রন্টম্যানকে ধরতে ফিরে যায় সে। ঘটনাক্রমে সে আবার স্কুইড গেমে ফিরে আসে নতুন এক উদ্দেশ্য নিয়ে। নতুন অংশগ্রহণকারীদের সাথে আরেকবার জীবন অথবা মৃত্যুর খেলা শুরু হয়। 

সিজন টু নিয়ে ভক্তদের অভিযোগ, এই সিজন ছিল বোরিং। আগের সিজনের তুলনায় গেমের সংখ্যা ছিল কম। ক্যারেক্টারদের ব্যক্তিগত গল্প দেখাতেই অনেক বেশি সময় নিয়েছেন পরিচালক। তাছাড়া এবারের টুইস্টগুলোও আগের মতো থ্রিলিং ছিল না। গল্প যত এগোচ্ছিল, অনেকটাই আন্দাজ করা যাচ্ছিল এরপর কি হতে পারে। এমনকি গল্পের শেষটাও যেহেতু সম্পন্ন নয়, তাই ভক্তদের মনে রোমাঞ্চ তৈরি করতে পারেনি।

বিজ্ঞাপন
স্কুইড গেম, সিজন ২-এর পোস্টার: ফ্রন্টম্যান চরিত্রে লি ব্যুং-হুন / ছবি: সংগৃহীত

সিজন টু’তে পর্ব রয়েছে ৭ টি, যেখানে প্রথম সিজনে ছিল ৯ টি পর্ব। এবারের সিজনের গল্প সিরিজে একটা ক্লিফ হ্যাংগার রেখেই শেষ করা হয়েছে। ভক্তদের ধারণা সিরিজের গল্প সম্পন্ন হবে সিজন থ্রিতে। গণমাধ্যম থেকে জানা যায়, সিজন থ্রি আগামী বছর, অর্থাৎ ২০২৫ সালেই প্রকাশ করা হবে।   

দক্ষিণ কোরিয়ার ডাইস্টোপিয়ার সারভাইভাল থ্রিলার হরর এই সিরিজটির দ্বিতীয় সিজন লিখেছেন হোয়াং ডং-হ্যুক। তিনি একজন বিখ্যাত দক্ষিণ কোরিয়ান লেখক এবং টেলিভিশন প্রযোজক। এই সিজনে অভিনয় করেছেন লি জং-জায়ে, ওয়াই হা-জুন, লি ব্যুং-হুন, ইম সি-ওয়ান, কাং হা-নেউল, লি জিন-উক, পার্ক সুং-হুন, ইয়াং ডং-গেউন, জো ইউ-রি, কাং এ-শিম এবং লি সিও-হোয়ান। 

স্কুইড গেম: সিজন ২-এর শেষের ক্লিফ হ্যাংগার / ছবি: সংগৃহীত

সিজন-১ অনেক বেশি হাইপ তৈরি করেছিল বিধায় এই সিজন নিয়েও প্রত্যাশা ছিল তুঙ্গে। স্বাভাবিকভাবেই প্রথম সিজনের সঙ্গে দ্বিতীয় সিজনের তুলনাও হওয়ার ছিল। যেখানে স্পষ্টভাবেই বিজয়ী প্রথম সিজন। হয়তো সিজন থ্রি প্রকাশ পেলে গল্প পরিপূর্ণতা পাওয়ার পর দর্শকের দৃষ্টিভঙ্গি বদলাতেও পারে।