২০২৪: আলোচিত দেশি ওয়েব কনটেন্ট

ও‌য়েব ও সি‌রিজ, বিনোদন

মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম | 2024-12-28 16:14:36

চলতি বছর দেশি ওটিটিতে দেখা গেছে থ্রিলার, রোমান্টিক, হরর থেকে ড্রামাধর্মী কনটেন্ট। বছরের শেষ ভাগে আবার সাহিত্যনির্ভর বেশ কয়েকটি সিরিজ ও সিনেমা তৈরি হয়েছে।

আলোচিত ৫ দেশি ওয়েব ফিল্ম

‘অসময়’

‘কাছের মানুষ দূরে থুইয়া’

লাস্ট ডিফেন্ডারস অব মনোগামী’

‘ফরগেট মি নট’

‘মায়া’

‘মা্য়া’ ওয়েব সিরিজে অভিনয় করেছেন সারিকা ও ইমন

ছোটপর্দার নির্মাতা কাজল আরেফিন অমি চলতি বছর তার ওয়েব ফিল্ম ‘অসময়’ দিয়ে আলোচিত হয়েছেন। মূলত সামাজিক বার্তা, অভিনয় আর নির্মাণের গুণে দর্শক পছন্দ করেছেন সিনেমাটি। দুর্দান্ত অভিনয় করেন রুনা খান, ইরেশ যাকের ও শরাফ আহমেদ জীবন।

মোস্তফা সরয়ার ফারুকীর সিনেমা ‘লাস্ট ডিফেন্ডারস অব মনোগামী’ মুক্তি পেয়েছিল রোজার ঈদের আগে। ফারুকীর নির্মাণগুণে সিনেমাটিও ছিল আলোচনায়। এতে গুণী অভিনেতা চঞ্চল চৌধুরীর বিপরীতে অভিনয়ে অভিষেক হয়ে নজর কাড়েন সংগীতশিল্পী জেফার রহমান।

শিহাব শাহীনের রোমান্টিক ওয়েব ফিল্ম ‘কাছের মানুষ দূরে থুইয়া’ও প্রশংসিত হয়েছে। তাসনিয়া ফারিণের সঙ্গে গায়ক-অভিনেতা প্রীতম হাসানও ছিলেন সাবলীল।

 ‘ফরগেট মি নট’ ওয়েব ফিল্মে মেহজাবীন ও ইয়াশ রোহান

অন্যদিকে ‘ফরগেট মি নট’ যেন ছিল তাজা হাওয়ার মতোই। রবিউল আলম রবির এই ফিল্মে মেহজাবীন চৌধুরী ও ইয়াশ রোহানের রসায়ন মুগ্ধ করে দর্শকদের।

জনপ্রিয় নির্মাতা রায়হান রাফীর ‘মায়া’ ওয়েবফিল্মে মাদকের ভয়াবহতা দেখানো হয়েছে। সঙ্গে ছিলো দারুণ এক পারিবারিক গল্প। ছবিতে অনদব্য অভিনয় করেছেন চিত্রনায়ক ইমন ও জনপ্রিয় মডেল-অভিনেত্রী সারিকা সাবরিন।

চলতি বছরের ব্যতিক্রমী দুই কাজ ‘কালপুরুষ’ আর ‘ফরগেট মি নট’। প্রথমটি সায়েন্স ফিকশন, সময় পরিভ্রমণের মিশেলে তৈরি হয়েছে। সালজার রহমানের প্রথম কাজটি নিয়েও কথা হয়েছে।

‘গোলাম মামুন’ ওয়েব সিরিজে ইমতিয়াজ বর্ষন. অপূর্ব ও সাবিলা নূর


আলোচিত ৫ দেশি ওয়েব সিরিজ

‘আরারাত’

‘গোলাম মামুন’

‘চক্র’

‘রঙিলা কিতাব’

‘২ষ’

‘চক্র’ ওয়েব সিরিজের পোস্টার

ভিকি জাহেদের দুটি সিরিজ ‘আরারাত’ ও ‘চক্র’ নিয়েও কথা হয়েছে অন্তর্জালে। ‘আরারাত’-এ অভিনয় করেন মেহজাবীন চৌধুরী, বিজরী বরকতউল্লাহ, আজিজুল হাকিম ও শ্যামল মাওলা। ‘চক্র’তে ছিলেন তৌসিফ মাহবুব ও তাসনিয়া ফারিণ।

থ্রিলার সিরিজের মধ্যে শিহাব শাহীনের ‘গোলাম মামুন’ দর্শকপ্রিয়তা পেয়েছে। সীমিত বাজেটের মধ্যেও এ সিরিজে বুদ্ধিদীপ্তভাবে গল্প বলতে পেরেছেন নির্মাতা। অপূর্বও দুর্দান্ত অভিনয় করেছেন, সাবিলা নূরকেও পাওয়া গেছে নতুনভাবে।

একই কথা প্রযোজ্য ‘রঙিলা কিতাব’-এর ক্ষেত্রেও। মোস্তাফিজুর নূর ইমরান ও পরীমনিকে নিয়ে উপভোগ্য সিরিজ বানিয়েছেন অনম বিশ্বাস।

নুহাশ হুমায়ূনের ‘২ষ’ ওয়েব সিরিজের পোস্টার

ধীরলয়ের ড্রামাধর্মী সিনেমাটির জন্য প্রশংসিত হয়েছেন নির্মাতা রবিউল আলম রবি। বছরের শেষ ভাগে মুক্তি পাওয়া নুহাশ হুমায়ূনের ‘২ষ’-এর দুটি পর্ব মুক্তি পেয়েছে, দুটিই প্রশংসিত হয়েছে।

অভিনেতাদের মধ্যে মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, অপূর্ব, এফ এস নাঈম, মোস্তাফিজুর নূর ইমরান দারুণ কাজ করেছেন।

অভিনেত্রীদের মধ্যে মেহজাবীন চৌধুরীর কথা বিশেষভাবে উল্লেখ করতে হবে। ভিন্নধর্মী সিরিজ, সিনেমায় নিজের জাত চিনিয়েছেন তিনি। তাসনিয়া ফারিণেরও ওটিটিতে দারুণ বছর কেটেছে। আর মাতৃত্বকালীন বিরতি কাটিয়ে ফেরাটা স্মরণীয় করে রেখেছেন পরীমনি।

‘আরারাত’ ওয়েব সিরিজে শ্যামল মাওলা ও মেহজাবীন চৌধুরী

Related News