ইমরানের সুরে প্লেব্যাক করলেন বাবু

সুরতাল, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2025-01-13 20:17:32

অভিনয়ের পাশাপাশি গানেও দারুণ জনপ্রিয়তা পেয়েছেন ফজলুর রহমান বাবু। অন্যদিকে ইমরান মাহমুদুল পেশাদার কণ্ঠশিল্পী ও সংগীতপরিচালক। প্রথমবার ইমরানের সুরে গাইলেন বাবু। গীতালি হাসানের ‘আজিরন’ চলচ্চিত্রের জন্য গানটি লিখেছেন রাশেদ রেহমান।

ইমরান বলেন, ‘প্রথমবারের মতো ফজলুর রহমান বাবু ভাইয়ের জন্য গান করলাম। বাউল ঘরানার গানটি দারুণ গেয়েছেন তিনি। তার দরাজ কণ্ঠের ভক্ত আমি। এবার একসঙ্গে গান করতে পেরে ভালো লাগছে। এই সিনেমার সব কটি গানই আমি করব।’

এদিকে, সম্প্রতি মৌ-টিভির প্রযোজনায় প্রকাশ হয়েছে বাবুর কণ্ঠে ‘লক্ষীসোনা’ শিরোনামের একটি গান। এটি লিখেছেন সজিব অধিকারী, সুর করেছেন প্লাবন কোরেশী ও সঙ্গীত পরিচালনায় মিজানুর রহমান বাদশা। গানটিতে বাবুর সাথে কোরাসপার্টে গেয়েছেন কণ্ঠশিল্পী এসএম সোহেল ও ইতি।

Related News