দাবানলের কারণে স্থগিত হবে না ৯৭তম অস্কার

, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2025-01-15 14:37:23

আমেরিকার প্রখ্যাত শহর লস অ্যাঞ্জেলাস এখন দাবানলের কবলে। কয়েক কিলোমিটার জুড়ে এগিয়ে চলা এই আগুনে পুড়ে গেছে কোটি কোটি টাকার বাড়ি-গাড়ি। দাবানলে পুড়ে মারা যাওয়া মানুষের সংখ্যাও দিনদিন বেড়ে চলেছে। সাধারণ মানুষ থেকে শুরু করে বিখ্যাত হলিউড তারকারাও এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন। অনেক তারকা আটকাও পড়েছেন সেখানে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের জীবনের পাশাপাশি থেমে গেছে বিনোদন জগতের কর্মসূচিও। শোনা যাচ্ছিল অস্কারসহ বিভিন্ন অনুষ্ঠান এবং শ্যুটিংয়ের কাজও স্থগিত করা হতে পারে।

চলতি বছর মার্চে অস্কারের আসর বসার কথা ছিল। ৯৭তম অ্যাকাডেমিক অ্যাওয়ার্ড এর জন্য মার্চের ২ তারিখ নির্ধারণ করা হয়েছিল। তবে অস্কারের আয়োজক ও সংশ্লিষ্ট বিভিন্ন তারকা সরাসরি লস অ্যাঞ্জেলাসে দাবানলে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাই গুঞ্জন ছিল চলতি বছর অস্কারের অনুষ্ঠান বাতিল করা হবে। অন্তত পেছানো হবে অনুষ্ঠানের তারিখ। তবে এইসব কেবলই গুঞ্জন। সময় মতোই আয়োজিত হবে ৯৭তম অ্যাকাডেমিক অ্যাওয়ার্ড। ‘দ্য সান’-এ প্রকাশিত একটি প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।  

অস্কার / ছবি: সংগৃহীত

বিশ্ব বিনোদন জগতের সর্বোচ্চ সম্মানজনক পুরস্কার অস্কার। প্রতিবছর বেশ ধুমধাম করে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই বছর অস্কার পরিচালনার জন্য ৫৫ জন বোর্ড সদস্য নিয়ে গর্ভনরের যে দল গঠন করা হয়েছিল, তার মধ্যে ৪ জনের বাড়ি দাবানলে পুড়ে ছাই হয়ে গেছে। সে দলে টম হ্যাঙ্কস, এমা স্টোন, মেরিল স্ট্রিপ এবং স্টিভেন স্পিলবার্গের মতো তারকারা রয়েছেন। লস অ্যাঞ্জেলাসে চলমান অনেক সিনেমার কাজ স্থগিত করা হয়েছে এবং পুনরায় কবে কাজ শুরু হবে তা একেবারেই অনিশ্চিত। এর প্রভাব পড়তে পারতো অস্কারেও। তবে আয়োজকরা নিজেদের সিদ্ধান্তে অটল থাকবেন বলে ঠিক করেছেন।

অ্যাকাডেমির সিইও বিল ক্রেমার এবং প্রেসিডেন্ট দাবানেলে ক্ষতিগ্রস্তদের জন্য দুঃখ প্রকাশ করেছেন। যৌথ বিবৃতিতে তারা সাহায্যপ্রার্থীদের পাশে দাঁড়ানোর কথা জানান। তবে তারা আরও জানান, যেহেতু গত ৯৬ বছরে কখনোই অস্কারের অনুষ্ঠান বাতিল হয়নি, তাই এবারও বাতিল হবে না। এমনকি করোনা মহামারিতেও কিছু সময়ের জন্য স্থগিত করা হয়েছিল, তবে অনুষ্ঠান বাতিল হয়নি। যদিও, এবার অনুষ্ঠান সূচিতে কিছু বিশেষ পরিবর্তন আনা হবে। যেমন মনোনীত শিল্পীদের দুপুরের খাবার আয়োজনের পর্বটি বাতিলের নিশ্চয়তা সম্পর্কে জানা যায়।

লস অ্যাঞ্জেলাসে দাবানল / ছবি: সংগৃহীত

এবারের অস্কারের অনুষ্ঠানটি ডলবি থিয়েটারে হওয়ার কথা রয়েছে। ২ মার্চ ‘এবিসি’ এবং ‘হুলু’তে সরাসরি অনুষ্ঠান সম্প্রচার করা হবে। অনুষ্ঠানে উপস্থাপনায় থাকবেন কোনান ও’ব্রায়েন। অনুষ্ঠানের জন্য হাজারের উপরে স্থানীয় লোককে নিয়োগ করে আগুনে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ সংগ্রহের কাজ চলছে।    

তথ্যসূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

Related News