বেশ কয়েকবার একসঙ্গে কাজ করেছেন বর্তমান সময়ের গুণী শিল্পী মোশাররফ করিম এবং জাকিয়া বারী মম। সম্প্রতি তারা আবার জুটিবদ্ধ হয়েছেন ‘অন্ধকারের গান’-এ। ভিকি জাহিদ পরিচালিত ওয়েব ফিল্মটি ওটিটি প্লাটফর্ম ‘বিঞ্জে’-তে প্রকাশ করা হয়েছে। সিনেমার শেষ অংশটা পুরো কাহিনীকেই একটি নতুন দৃষ্টিভঙ্গিতে দেখতে বাধ্য করে। পুরো সিনেমার শুধু শেষ দৃশ্যতেই স্ক্রিন শেয়ার করেছেন মম এবং মোশাররফ করিম। এই কাজ নিয়েই গণমাধ্যমে নিজের অভিজ্ঞতা জানালেন মম।
মম বলেন, ‘আমি যখনই মোশাররফ ভাইয়ের সাথে কাজ করি, নতুন কিছু শেখার অভিজ্ঞতা হয়। ওনার সাথে প্রতিটি কাজই অসাধারণ হয়েছে। এবারের কাজটিও তার ব্যতিক্রম ছিল নয়। সত্যি বলতে, আমি ওনার সাথে বারবার কাজ করার আশা করি। তিনি একজন অসাধারণ সহশিল্পী।’
ভিকি জাহেদ পরিচালিত 'অন্ধকারের গান' চলচ্চিত্রটিতে মম কেন্দ্রীয় একটি চরিত্রে অভিনয় করেছেন। তার চরিত্রে নাম রুমালি। গ্রামের এক সহজ সরল গৃহবধূ রুমালি চরিত্রের জন্য মম ব্যাপক প্রশংসা পাচ্ছেন। নিজের চরিত্র নিয়ে মম বলেন, `রুমালি চরিত্রে অভিনয় করার অভিজ্ঞতা সমৃদ্ধ ছিল। আমি এর আগে বিঞ্জের সাথে কাজ করেছি, এবং ভিকি জাহেদ নিঃসন্দেহে একজন প্রতিভাবান পরিচালক। এই প্রজেক্টটি সবসময় আমার অভিনয় ক্যারিয়ারে একটি উল্লেখযোগ্য মাইলফলক হয়ে থাকবে।’
গল্পে রুমালি তার ছোট সন্তান এবং অসুস্থ শাশুড়ির সাথে গ্রামে থাকে। গল্পের শুরু দেখে মনে হয় মোশাররফ অভিনীত মুকুল চরিত্র তার স্বামী। মুকুল শহরে কাজ করে এবং প্রতিমাসে বাড়িতে টাকা পাঠায়। কিন্তু দীর্ঘদিন ধরে বাড়িতে ফেরে না। এমনকি মোবাইলে কলও করেনা। এই নিয়ে রুমালি খুব চিন্তিত থাকে এবং তার শাশুড়ি তার প্রতি বিরক্তি প্রকাশ করে।
অন্যদিকে শহরে মুকুলের জীবন চলে ভিন্ন তালে। শাপলা নামক এক মেয়ের প্রতি তার আকর্ষণ এবং সম্পর্কের অগ্রগতি দেখানো হয়েছে। এই তিন চরিত্রের সঙ্গে যোগসূত্র এবং কেন মুকুল বাড়ির প্রতি উদাসীন সেই গল্পই দেখানো হয়েছে ওয়েব ফিল্মটিতে। গল্পের শেষের টুইস্ট দর্শকদের অবাক করবে এবং প্রতিটি চরিত্রের জন্য সহানুভূতি সৃষ্টি করবে।
বর্তমানে মম ঈদের নাটক এবং অন্যান্য প্রজেক্টের শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন। বাংলা অভিনয় শিল্পের পুনরুদ্ধারের বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘আমাদের শিল্প একটি অস্থায়ী মন্দার সম্মুখীন হয়েছিল। তবে খুব দ্রুতই আবার ট্র্যাকে ফিরে এসেছে। আমি নিশ্চিত যে আমরা শীঘ্রই দর্শকদের কাছে ভালো ভালো কাজ নিয়ে হাজির হবো।’
জুলাই অভ্যুত্থানের সময় প্রশংসিত হয়েছে অভিনেত্রী জাকিয়া বারী মম। ৮ জানুয়ারি মুক্তিপ্রাপ্ত ওয়েব ফিল্ম 'অন্ধকারের গান'-এ তার ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। সামনে বেশ কয়েকটি প্রকল্প নিয়ে অভিনয় সেটে ফিরে আসছেন তিনি।