বাফটা মনোনয়নে এগিয়ে ‘কনক্লেভ’ ও ‘এমিলিয়া পেরেজ’

হলিউড, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2025-01-17 18:30:50

অস্কারে কারা মনোনয়ন পাবেন কিংবা জিতবেন সেই ইঙ্গিত পাওয়া যায় বাফটা অ্যাওয়ার্ডসে তাকালে! গত বছর দুটি আয়োজনেই সামনের সারির ছয়টি বিভাগের বিজয়ী তালিকা ছিল একই। এগুলো হলো সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক, সেরা অভিনেতা, সেরা অভিনেত্রী, সেরা পার্শ্ব অভিনেতা ও সেরা পার্শ্ব অভিনেত্রী। এবারও এর পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা বেশি। অস্কারের মনোনয়ন ঘোষণার আগে চোখ রাখা যাক ৭৮তম বাফটা অ্যাওয়ার্ডসে কারা মনোনীত হলেন।

গত ১৫ জানুয়ারি মনোনয়ন তালিকা ঘোষণা করেছে ব্রিটিশ অ্যাকাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস।

‘কনক্লেভ’ ছবির দৃশ্য

এবারের আসরে সেরা চলচ্চিত্রসহ সর্বাধিক ১২টি মনোনয়ন পেয়েছে পোপ নির্বাচনের থ্রিলার ‘কনক্লেভ’। নতুন পোপ নির্বাচন করতে রোমে সমবেত হওয়া কার্ডিনালদের চক্রান্ত তুলে ধরা হয়েছে এতে। ব্রিটিশ লেখক রবার্ট হ্যারিসের উপন্যাস অবলম্বনে নির্মিত ছবিটির জন্য এডওয়ার্ড বার্গার সেরা পরিচালক, র‌্যালফ ফাইনস সেরা অভিনেতা ও ইজাবেলা রসেল্লিনি সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে মনোনীত হয়েছেন। এডওয়ার্ড বার্গারের পরিচালনায় জার্মান ভাষার ছবি ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’ ২০২৩ সালে বাফটায় সাতটি পুরস্কার জিতেছে।

গানের প্রাধান্য

‘এমিলিয়া পেরেজ’ ছবির পোস্টার

সেরা চলচ্চিত্রসহ ১১টি মনোনয়ন বাগিয়ে নিয়েছে স্প্যানিশ ভাষায় নির্মিত ‘এমিলিয়া পেরেজ’। এর গল্পে মেক্সিকান এক মাদক সম্রাট অপরাধ জগত ছেড়ে নতুন জীবনের আশায় নিজের ভুয়া মৃত্যু দেখিয়ে পুরুষ থেকে ট্রান্সজেন্ডার নারীতে রূপান্তর হয়। তাকে সহায়তা করেন একজন নারী আইনজীবী। নেটফ্লিক্সের সংগীতনির্ভর ছবিটির জন্য ফ্রান্সের জ্যাক অঁদিয়ার সেরা পরিচালক, কার্লা সোফিয়া গ্যাসকন সেরা অভিনেত্রী, সেলিনা গোমেজ ও জোয়ি সালদানিয়া সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়েছেন।

 ‘উইকেড’ ছবির পোস্টার

জনপ্রিয় মঞ্চনাটক অবলম্বনে নির্মিত সংগীতনির্ভর ‘উইকেড’ সাতটি মনোনয়ন পেয়েছে। ছবিটির জন্য সিনথিয়া এরিভো সেরা অভিনেত্রী, আরিয়ানা গ্রান্ডে সেরা পার্শ্ব অভিনেত্রী হিসেবে মনোনীত হয়েছেন। বব ডিলানের বায়োপিক ‘অ্যা কমপ্লিট আননোন’ ও আইরিশ হিপ-হপ ত্রয়ীর উত্থান নিয়ে সাজানো ‘নিক্যাপ’ পেয়েছে সেরা চলচ্চিত্রসহ ছয়টি করে মনোনয়ন। বব ডিলানের ভূমিকায় অভিনয়ের জন্য টিমোতি শালামে সেরা অভিনেতা ও সংগীতশিল্পী পিট সিগারের ভূমিকায় অভিনয়ের জন্য এডওয়ার্ড নর্টন সেরা পার্শ্ব অভিনেতা বিভাগে মনোনীত হয়েছেন। তাদের অভিনীত ছবিতে ষাটের দশকে বব ডিলানের উত্থান দেখা গেছে।

‘উইকেড’ ছাড়াও অন্য দুই ব্লকবাস্টার ছবি ‘ডুন: পার্ট টু’ সাতটি ও ‘গ্ল্যাডিয়েটর টু’ তিনটি মনোনয়ন পেয়েছে।

‘আনোরা’ ছবির পোস্টার

সংগীতনির্ভর আরেক ছবি ‘আনোরা’ সেরা চলচ্চিত্রসহ সাতটি মনোনয়ন পেয়েছে। এর গল্পে একজন যৌনকর্মী এক রুশ ধনকুবেরের ছেলের সঙ্গে উদ্দাম প্রেমে জড়িয়ে পড়ে। কানে স্বর্ণপাম জয়ী ছবিটির জন্য মাইকি ম্যাডিসন সেরা অভিনেত্রী, ইউরা বরিসভ সেরা পার্শ্ব অভিনেতা, শন বেকার সেরা পরিচালক ও সেরা মৌলিক চিত্রনাট্যকার বিভাগে মনোনীত হয়েছেন। তাদের মধ্যে মাইকি ম্যাডিসন উদীয়মান তারকা হিসেবেও মনোনয়ন পেয়েছেন। দর্শক ভোটে দেওয়া হবে এই পুরস্কার।

সেরা চলচ্চিত্রসহ ৯টি মনোনয়ন পেয়েছে গোল্ডেন গ্লোবস জয়ী ‘দ্য ব্রুটালিস্ট’। এতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর হাঙ্গেরির এক স্থপতি অভিবাসী আমেরিকায় পাড়ি দিয়ে জীবনকে নতুনভাবে সাজানোর স্বপ্ন দেখে। ছবিটির জন্য অ্যাড্রিয়েন ব্রডি সেরা অভিনেতা, গাই পিয়ার্স সেরা পার্শ্ব অভিনেতা, ফেলিসিটি জোন্স সেরা পার্শ্ব অভিনেত্রী ও ব্র্যাডি কর্বেট সেরা পরিচালক হিসেবে মনোনীত হয়েছেন।

ভৌতিক ঘরানা

সেরা অভিনেতা বিভাগে ভৌতিক ছবি ‘হেরেটিক’-এর জন্য হিউ গ্র্যান্টের মনোনয়ন পাওয়া বড় চমক। ‘দ্য আউটরান’ ছবিতে আসক্তিতে ভোগা এক তরুণীর ভূমিকায় অভিনয়ের সুবাদে সেরা অভিনেত্রী হিসেবে সার্শা রোনান মনোনীত হয়েছেন, এটি আরেক চমক। সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে ‘দ্য লাস্ট শোগার্ল’ ছবির জন্য মনোনয়ন পেয়েছে নিজেই হয়তো চমকে গেছেন জেমি লি কার্টিস! ‘হার্ড ট্রুথস’ ছবিতে বিষণ্ণতায় ভোগা এক খিটখিটে নারীর চরিত্রে কাজের জন্য সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়েছেন ব্রিটিশ তারকা ম্যারিয়ান জন-বাপ্টিস্ট।

‘দ্য সাবস্ট্যান্স’ ছবির মূখ্য চরিত্রে ডেমি মুর

‘দ্য সাবস্ট্যান্স’ পাঁচটি মনোনয়ন পেয়েছে। শরীর সংক্রান্ত ভৌতিক ছবিটির জন্য ডেমি মুর সেরা অভিনেত্রী ও ফ্রান্সের কোরালি ফারজাঁ সেরা পরিচালক হিসেবে মনোনীত হয়েছেন। আরেক ভৌতিক ছবি ‘নসফেরাটু’ পাঁচটি মনোনয়ন পেয়েছে।

বাফটা মনোনয়নে শীর্ষ চলচ্চিত্র

১২-কনক্লেভ

১১-এমিলিয়া পেরেজ

৯-দ্য ব্রুটালিস্ট

৭-আনোরা, ডুন: পার্ট টু, উইকেড

৬-অ্যা কমপ্লিট আননোন, নিক্যাপ

৫-নসফেরাটু, দ্য সাবস্ট্যান্স

ভারতীয়দের অর্জন

‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ ছবির পোস্টার

ভারতের পায়েল কাপাডিয়া পরিচালিত ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ বিশ্বমঞ্চে অবিরাম আলো ছড়িয়ে যাচ্ছে। গোল্ডেন গ্লোবসের পর এবার ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডসে সেরা অ-ইংরেজি ভাষার চলচ্চিত্র বিভাগে মনোনয়ন পেয়েছে এটি। তবে সেরা পরিচালক বিভাগে জায়গা পাননি পায়েল। যদিও গোল্ডেন গ্লোবসে সেরা পরিচালক বিভাগে প্রথম ভারতীয় নির্মাতা হিসেবে মনোনীত হয়ে ইতিহাস গড়েছেন তিনি।

বাফটায় এর আগে ভারতের ছয়টি চলচ্চিত্র মনোনয়ন পেয়েছে। এ তালিকায় সর্বশেষ যুক্ত হয়েছিল ২০১৩ সালে রিতেশ বাত্রার ‘দ্য লাঞ্চবক্স’। বাফটায় মনোনয়ন পাওয়া বাকি ভারতীয় ছবিগুলো হলো মীরা নায়ারের ‘সালাম বোম্বে’ (১৯৮৮), ‘মনসুন ওয়েডিং’ (২০০১), সঞ্জয়লীলা বানসালির ‘দেবদাস’ (২০০২), আসিফ কাপাডিয়ার ‘দ্য ওয়ারিয়র’ (২০০২) ও রাকেশ ওমপ্রকাশ মেহরার ‘রঙ দে বাসন্তী’ (২০০৬)।

৭৮তম বাফটা অ্যাওয়ার্ডসে ভারতীয় বংশোদ্ভূত কয়েকজন মনোনয়ন পেয়েছেন। এরমধ্যে অসাধারণ নতুন ব্রিটিশ গল্পকার, পরিচালক অথবা প্রযোজক বিভাগে জায়গা করে নিয়েছেন তিন পরিচালক দেব প্যাটেল (মাঙ্কি ম্যান), সন্ধ্যা সুরি (সন্তোষ) ও করণ কান্ধারি (সিস্টার মিডনাইট)।

সেরা অ-ইংরেজি ভাষার চলচ্চিত্র

এবারের বাফটায় সেরা অ-ইংরেজি ভাষার চলচ্চিত্র বিভাগে আরও মনোনীত হয়েছে ‘এমিলিয়া পেরেজ’, ব্রাজিলের ওয়াল্টার সালেস পরিচালিত ‘আই অ্যাম স্টিল হিয়ার’, আয়ারল্যান্ডের রিচ পেপিয়াট পরিচালিত ‘নিক্যাপ’, ইরানের মোহাম্মদ রাসুলফ পরিচালিত ‘দ্য সিড অব দ্য স্যাক্রেড ফিগ’।

নতুন বিভাগ

‘দ্য ওয়াইল্ড রোবট’-এর পোস্টার

বাফটায় প্রথমবার যুক্ত হয়েছে শিশুতোষ ও পারিবারিক চলচ্চিত্র বিভাগ। এতে মনোনয়ন পেয়েছে ‘ফ্লো’, “কেনসুকে’স কিংডম”, ‘ওয়ালেস অ্যান্ড গ্রমিট: ভেনজ্যান্স মোস্ট ফাউল’ ও ‘দ্য ওয়াইল্ড রোবট’। এরমধ্যে সংলাপবিহীন ‘ফ্লো’ গোল্ডেন গ্লোবসে সেরা অ্যানিমেটেড ছবির পুরস্কার জিতে চমকে দিয়েছে।

সেরা অ্যানিমেটেড চলচ্চিত্র বিভাগেও মনোনীত হয়েছে লাটভিয়ার ‘ফ্লো’, নেটফ্লিক্সের ‘ওয়ালেস অ্যান্ড গ্রমিট: ভেনজ্যান্স মোস্ট ফাউল’ ও ইউনিভার্সেল পিকচার্সের ‘দ্য ওয়াইল্ড রোবট’। এই বিভাগে এগুলোর প্রতিদ্বন্দ্বী ডিজনির ‘ইনসাইড আউট টু’।

আপসেট

‘কুইয়ার’ ছবির জন্য ড্যানিয়েল ক্রেগ, ‘বেবিগার্ল’ ছবির জন্য নিকোল কিডম্যান ও ‘গ্ল্যাডিয়েটর টু’র জন্য ডেনজেল ওয়াশিংটনের মনোনয়ন না পাওয়া বাফটার এবারের আসরের বড় আপসেট। এছাড়া ‘দ্য লাস্ট শোগার্ল’ ছবিতে লাস ভেগাসের বয়স্ক পারফর্মারের চরিত্রের জন্য প্যামেলা অ্যান্ডারসন জায়গা পাননি সেরা অভিনেত্রী বিভাগে। হলিউড তারকা জেন্ডেয়া অভিনীত ‘চ্যালেঞ্জার্স’ কোনও বিভাগেই জায়গা পায়নি।

‘কুইয়ার’ ছবির দৃশ্যে ড্যানিয়েল ক্রেগ

সেরা প্রামাণ্যচিত্র বিভাগে অস্কারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা না পাওয়া ‘সুপার/ম্যান: দ্য ক্রিস্টোফার রিভ স্টোরি’ আছে বাফটার মনোনয়নে। এই বিভাগে আরও মনোনীত হয়েছে ‘ব্ল্যাক বক্স ডায়েরিস’, ‘ডটার্স’, ‘নো আদার ল্যান্ড’, ও ‘উইল অ্যান্ড হারপার’।

Related News