সাইফের ওপর হামলার ঘটনায় আটক ব্যক্তির পাঁচ দিনের রিমান্ড

বলিউড, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2025-01-19 17:13:03

প্রায় ৭০ ঘণ্টা চেষ্টার পর আজ সকালে বলিউড তারকা সাইফ আলী খানের ওপর হামলার ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করে মুম্বাই পুলিশ। গ্রেপ্তারের পর পর তাকে বান্দ্রার আদালতে হাজির করা হয়। বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, আদালত অভিযুক্তকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

আজ সকালে মহারাষ্ট্রের থানের কাছে অবস্থিত একটি ম্যানগ্রোভ জঙ্গল থেকে আটক করা হয় সেই ব্যক্তিকে। তারপর তাকে পেশ করা হয় বান্দ্রা কোর্টে। এরপর আদালত তাকে পাঁচ দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেন। ভারতীয় সময় বেলা ২ বেজে ৩০ মিনিটে অভিযুক্তকে বান্দ্রা পুলিশ স্টেশনে নিয়ে আসা হয়। ২৪ জানুয়ারি আবার তাকে বান্দ্রা আদালতে পেশ করা হবে।

সাইফ আলী খান

এর আগে সকালে এক সংবাদ সম্মেলনে মুম্বাই পুলিশের ডিসিপি দীক্ষিত গেদাম বলেন, প্রাথমিকভাবে তাদের মনে হয়েছে, গ্রেফতার ব্যক্তি বাংলাদেশের নাগরিক। ৩০ বছর বয়সী ওই ব্যক্তির নাম মুহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদ।

গত বুধবার রাতে বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলা হয়। মুম্বাইয়ের বান্দ্রায় তার বাড়িতে ঢুকে পড়ে দুষ্কৃতকারী। এই হামলায় গুরুতর আহত হন অভিনেতা। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, ডাকাতির উদ্দেশ্য নিয়েই সাইফ-কারিনার বাড়িতে ঢুকেছিলেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পুলিশ কর্তা জানান, প্রথমবারই বান্দ্রার ওই বহুতলে প্রবেশ করেন ওই ব্যক্তি।

Related News