পর্দা নামলো ২৩ তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের, ‘পদাতিক’ ও ‘প্রিয় মালতী’র জয়

  • মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

‘পদাতিক’ সিনেমায় চঞ্চল চৌধুরী ও ‘প্রিয় মালতী’ সিনেমায় মেহজাবীন চৌধুরী

‘পদাতিক’ সিনেমায় চঞ্চল চৌধুরী ও ‘প্রিয় মালতী’ সিনেমায় মেহজাবীন চৌধুরী

আজ (১৯ জানুয়ারি) পর্দা নামলো ২৩ তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। ১০টি ভিন্ন ভিন্ন বিভাগে ৭৫টি দেশের ২০৩টি চলচ্চিত্র নিয়ে ঢাকার ৫টি ভেন্যুতে ৯ দিনব্যাপী আয়োজিত এই উৎসবে সরাসরি অংশগ্রহণ করেন ৪৪ জন ভিনদেশী প্রতিনিধি। চীন ও বাংলাদেশের ৫০ বছরের কূটনৈতিক সম্পর্কের উদযাপন লক্ষ্যে এবার উৎসবের ওয়াইড অ্যাঙ্গেল সেকশনটি চীনা চলচ্চিত্রের জন্য উৎসর্গ করা হয়। এর সাথে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তন করিডরে চীনা চলচ্চিত্র পোস্টার এক্সিবিশনের বিশেষ আয়োজন করা হয়।

এছাড়া দুই দিনব্যাপী একাদশ সিনেমায় নারী শীর্ষক সম্মেলন ছিলো উৎসবের একটি বিশেষ আকর্ষণ। উৎসবের ২৩ তম আসরে এবার তৃতীয়বারের মতো আয়োজন করা হয় মাস্টারক্লাসের। বাংলাদেশসহ সার্বিয়া, চীন, এবং নরওয়ের চলচ্চিত্র বোদ্ধাগন উক্ত মাস্টারক্লাসটি পরিচালনা করেন বাংলাদেশি চলচ্চিত্র সমালোচক বিধান রিবেরুর তত্ত্বাবধানে।

বিজ্ঞাপন

এছাড়া এবার প্রখ্যাত রাশিয়ান চলচ্চিত্র পরিচালক আলেক্সেই ফেদোরচেনকোর রেট্রোস্পেকটিভ আয়োজন করা হয়।

আজ সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা জনাব মোস্তফা সরয়ার ফারুকী। মঞ্চে তিনি তার বক্তব্যে বলেন বাংলাদেশের চলচ্চিত্র ক্ষেত্রে এবং ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্রের এর জন্য তিনি বেশ কিছু ভবিষ্যৎ পদক্ষেপের কথা জানান। পার্মানেন্ট ভেন্যু, নির্দিষ্ট বাজেট এবং বছরব্যাপী কার্যক্রম পরিচালনা এসব নিয়ে তিনি প্রতিশ্রুতি দেন। তিনি আরো আশা করেন, ভবিষ্যতেও এ ধরণের কাজের ধারা অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

সমাপনী অনুষ্ঠানের সভাপতিত্বে ছিলেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জনাব জালাল আহমেদ। সমাপনী অনুষ্ঠানে ঘোষণা করা হয় পুরষ্কারজয়ী চলচ্চিত্র গুলোর নাম।

মেহজাবীন চৌধুরী অভিনীত প্রথম সিনেমা ‘প্রিয় মালতী’ বাংলাদেশ প্যানারোমা বিভাগে সেরা ছবির পুরস্কার পেয়েছে

চিলড্রেন ফিল্ম সেকশনের বাদল রহমান অ্যাওয়ার্ডটি পেয়েছে- Michael Lukachevsky পরিচালিত রাশিয়ান সিনেমা Kytalyktaakh kyrdalym (Where the White Cranes Dance)।

স্পেশাল অডিয়্যান্স অ্যাওয়ার্ড পেয়েছে Joselito Altarejos নির্মিত ফিলিপাইনস এর সিনেমা Guardia de Honor (The Guardian of Honor)।

বেস্ট অডিয়্যান্স অ্যাওয়ার্ড পেয়েছে সৃজিত মুখার্জী পরিচালিত ভারতীয় সিনেমা পদাতিক।

উইম্যান ফিল্মমেকার সেকশনে স্পেশাল মেনশন অ্যাওয়ার্ডটি পেয়েছে Klavdiya Korshunova পরিচালিত মলডোভা এবং রাশিয়ার যৌথ প্রযোজনার সিনেমা Takoi Imenno Den (Not Just Any Day)।

একই সেকশনের বেস্ট শর্ট ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছে Maria Bobeva নির্মিত বুলগেরিয়ার সিনেমা Scarlet।

বেস্ট ফিচার ফিল্ম অ্যাওয়ার্ড প্রাপ্ত সিনেমাটি ছিলো Sarah Mallegol নির্মিত ফ্রান্সের সিনেমা Kumva, Ce Qui Vient Du Silence (Kumva, Which Comes from Silence)।

বেস্ট ডিরেক্টর অ্যাওয়ার্ড প্রাপ্ত সিনেমা “Nuestra Sombra (Our Own Shadow) “ পরিচালক- Agustina Sánchez Gavier। এটি আর্জেন্টিনা ও জার্মানীর যৌথ প্রযোজিত সিনেমা।

স্পিরিচুয়াল ফিল্ম সেকশনের বেস্ট শর্ট ফিল্ম অ্যাওয়ার্ডটি পায়- Luis Campos পরিচালিত পর্তুগিজ সিনেমা Monte Clerigo।

উক্ত বিভাগের স্পেশাল মেনশন অ্যাওয়ার্ডটি পায় Abhilash Sharma নির্মিত ভারতীয় সিনেমা Swaha (In the Name of Fire) এবং বেস্ট ফিচার ফিল্ম অ্যাওয়ার্ডটি জিতে নেয় Ivan Sosnin পরিচালিত একটি রাশিয়ান সিনেমা Prishelec (The Alien)।

বাংলাদেশ প্যানোরামার ট্যালেন্ট সেকশনে ৩ টি সিনেমা পুরষ্কৃত হয়; সেকেন্ড রানার আপ সিনেমাটি Mobarak Hossain নির্মিত Poitrik Bhita (Hereditary Homestead)।

ফার্স্ট রানার আপ সিনেমাটি Aasif U Hamid পরিচালিত Phulera Poshak Porena (Defy)। এবং FIPRESCI Jury কতৃক প্রদত্ত বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ডটি পায় চলচ্চিত্র পরিচালক Monon Muntaka নির্মিত A Lazy Noon।

বাংলাদেশ প্যানোরামা সেকশনে পূর্নদৈর্ঘ্য চলচ্চিত্রে FIPRESCI Jury কতৃক প্রদত্ত বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ডটি পায় চলচ্চিত্র পরিচালক শঙ্খদাস গুপ্ত নির্মিত ‘প্রিয় মালতী’।

এশিয়ান ফিল্ম কম্পিটিশন সেকশনের বেস্ট স্ক্রিপ্টরাইটার অ্যাওয়ার্ডটি পায় Takato Nishi and Noriko Yuasa তাদের সিনেমা Performing Kaoru's Funeral এর জন্য। এটি একটি জাপানিজ সিনেমা।

উক্ত সেকশনের বেস্ট সিনেমাটোগ্রাফি অ্যাওয়ার্ডটি পায় সিনেমাটোগ্রাফার Dilsat Canan- সিনেমাটির নাম- Demo Ke Pelê Gozan Benî Zer (When The Walnut Leaves Turn Yellow) পরিচালক- Mehmet Ali Konar। এটি একটি তুর্কিস সিনেমা।

বেস্ট এক্ট্রেস অ্যাওয়ার্ডটি পান Diman Zandi তার অভিনীত ইরানী এবং তাজিকিস্তান প্রযোজিত সিনেমা Melody এর জন্য। সিনেমার পরিচালক ছিলেন Behrouz Sebt Rasoul।

বেস্ট এক্টোর অ্যাওয়ার্ডটি জিতে নেন Rayan Sarlak তার অভিনীত ইরানী সিনেমা Tabestan-E Haman Saal (Summer time)। সিনেমাটি পরিচালনা করেন বিখ্যাত ইরানী চলচ্চিত্র পরিচালক এবং সিনেমাটোগ্রাফার Mahmoud Kalari।

উক্ত বিভাগে Mahmoud Kalar বেস্ট ডিরেক্টর হিসেবে স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড পান Tabestan-E Haman Saal (Summer time) নির্মানের জন্য।

এছাড়া চীনা চলচ্চিত্র পরিচালক Haofeng Xu & Junfeng Xu বেস্ট ডিরেক্টর অ্যাওয়ার্ডটি পান তাদের সিনেমা Men Qian Bao Di (100Yards) এর জন্য।

চঞ্চল চৌধুরী অভিনীত ‘পদাতিক’ সিনেমাটি জিতেছে দর্শক পছন্দে সেরা ছবির পুরস্কার

এশিয়ান ফিল্ম কম্পিটিশন সেকশনের বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ডটি জিতে নেয় Shokir Kholikov পরিচালিত উজবেকিস্তানি সিনেমা Yakshanba (Sunday)।

সমাপনী অনুষ্ঠানের শুরু হয় জলতরঙ্গ নৃত্যদলের অসাধারণ নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে।

সমাপনী সিনেমা হিসেবে প্রদর্শিত হয় ইকবাল এইচ চৌধুরী পরিচালিত সিনেমা বলী। এটিই ছিলো বলীর বাংলাদেশের প্রিমিয়াম।