গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন জনপ্রিয় তারকারা

  • মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

একফ্রেমে পুরস্কারজয়ী তারকা নাবিলা, শিমলা, রুনা খান, শখ, কুসুম শিকদার, মৌসুমী হামিদ ও সেমন্তী সৌমী । ছবি: শেখ সাদী

একফ্রেমে পুরস্কারজয়ী তারকা নাবিলা, শিমলা, রুনা খান, শখ, কুসুম শিকদার, মৌসুমী হামিদ ও সেমন্তী সৌমী । ছবি: শেখ সাদী

শিল্প-সংস্কৃতির কৃতি ব্যক্তিদের সম্মাননা জানাতে ‘গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড ২০২৪ (সিজন-২)’ অনুষ্ঠিত হয়ে গেলো গতকাল (১৭ জানুয়ারি) রাজধানীর পাঁচ তারকা হোটেল ‘হলিডে ইন’-এ। চলচ্চিত্র, টেলিভিশন নাটক, ওটিটি, গান, নাচ, সাংবাদিকতা, উদ্যোক্তাসহ ৩০টি বিভাগে সেরাদের সম্মাননা প্রদান করা হয়।

স্বপ্ননিবাস প্রেজেন্ট ‘গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড সিজন-২’তে কিংবদন্তি চলচ্চিত্র অভিনেত্রী আনোয়ারা, উপমহাদেশের কিংবদন্তি নজরুল সংগীত শিল্পী ফেরদৌস আরা ও এনটিভির পরিচালক নুর উদ্দিন আহমেদকে আজীবন সম্মাননা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
সিলভার জুবিলী অ্যাওয়ার্ড পেয়েছেন ‘ম্যাডাম ফুলি’খ্যাত চিত্রনায়িকা শিমলা । ছবি: শেখ সাদী

চলচ্চিত্রশিল্পে ২৫ বছর পার করার জন্য সিলভার জুবিলী অ্যাওয়ার্ড পেয়েছেন ‘ম্যাডাম ফুলি’খ্যাত চিত্রনায়িকা শিমলা। সঙ্গীতাঙ্গনে বিশেষ অবদানের জন্য বিশেষ পুরষ্কার পেয়েছেন প্রখ্যাত শিল্পী ফাতেমা তুজ জোহরা, রিজিয়া পারভীন ও রবি চৌধুরী।

এক দশকের সেরা তারকার পুরস্কার পেয়েছেন- মডেলিংয়ে পিয়া জান্নাতুল, আধুনিক গানে ন্যান্সি ও পপ গানে মিলা।

বিজ্ঞাপন
এক দশকের সেরা মডেল হিসেবে পুরস্কার পেয়েছেন পিয়া জান্নাতুল

আর বছরের সেরা চলচ্চিত্র নির্মাতার পুরস্কার পেয়েছেন কুসুম শিকদার (শরতের জবা), সেরা নাটকের নির্মাতার পুরস্কার পেয়েছেন মহিদুল মহিম (দ্বিধা)। সেরা সঙ্গীতশিল্পীর পুরস্কার পেয়েছেন আভরাল সাহির (গান: ফিরবো কোথায়)।

নাটকের সেরা নির্মাতা মহিদুল মহিম ও সেরা সঙ্গীতশিল্পীর পুরস্কার পেয়েছেন আভরাল সাহির । ছবি: শেখ সাদী

চলচ্চিত্রের সেরা অভিনেতা ও অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন জিয়াউল রোশান (অপারেশন সুন্দরবন) ও মাসুমা রহমান নাবিলা (তুফান)।

চলচ্চিত্রের সেরা অভিনেতা ও অভিনেত্রী জিয়াউল রোশান ও মাসুমা রহমান নাবিলার সঙ্গে সাংবাদিকতায় বিশেষ পুরস্কারপ্রাপ্ত আল মাসিদ (রণ)

নাটকের সেরা অভিনেতা-অভিনেত্রী হয়েছেন খায়রুল বাসার (শাস্তি) ও সাবিলা নূর (তুমিহীনা)।

নাটকের সেরা অভিনেত্রী সাবিলা নূর

ওয়েব ফিল্মের সেরা অভিনেতা ও অভিনেত্রী হলেন সজল নূর (পাফ ড্যাডি) ও রুনা খান (আন্তঃনগর)।

ওয়েব ফিল্মের সেরা অভিনেত্রী রুনা খান । শাড়ি: সভ্যতা বাই রিফাহ । ছবি: শেখ সাদী

ওয়েব সিরিজের সেরা অভিনয়শিল্পী আজিজুল হাকিম (দ্য সাইলেন্স) ও মৌসুমী হামিদ (গুটি)।

ওয়েব সিরিজের সেরা অভিনেত্রীর পুরস্কার নিচ্ছেন মৌসুমী হামিদ । ছবি: শেখ সাদী

সেরা নৃত্যশিল্পী আনিকা কবির শখ, সেরা কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগ, সেরা ইভেন্ট অর্গানাইজার শাহরিয়ার স্বপন (বাইফা), সেরা ফটোগ্রাফার দিয়া আহসান, সেরা ফ্যাশন ডিজাইনার সানায়া চৌধুরী (ব্র্যান্ড: সানায়া কুটর) ও সেরা নবাগত অভিনয়শিল্পী সেমন্তী সৌমী।

একফ্রেমে ইভেন্ট অর্গানাইজার সুকান্ত, সোহাগ, শখ, রবি চৌধুরী, খায়রুল বাসার, শিমলা ও রোশান

অনুষ্ঠানে প্রধান অতিথি বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী, বিচারপতি, বাংলাদেশ সুপ্রিম কোর্ট।