নওগাঁ জেলা প্রেস ক্লাব ঘিরে ৩ আহ্বায়ক কমিটি, সাংবাদিকদের দ্বন্দ্ব চরমে

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নওগাঁ
  • |
  • Font increase
  • Font Decrease

নওগাঁ জেলা প্রেস ক্লাব ঘিরে ৩ আহ্বায়ক কমিটি/ছবি: সংগৃহীত

নওগাঁ জেলা প্রেস ক্লাব ঘিরে ৩ আহ্বায়ক কমিটি/ছবি: সংগৃহীত

নওগাঁ জেলা প্রেস ক্লাবে নির্বাচন নিয়ে জটিলতা ও নতুন সদস্য অন্তর্ভুক্ত করা নিয়ে স্থানীয় সাংবাদিকদের মধ্যে দ্বন্দ্ব এখন চরমে। এই দ্বন্দ্বের জেরে প্রেস ক্লাব তালাবদ্ধ করে চাবি জেলা প্রশাসকের কার্যালয়ে ট্রেজারিতে জমা দিয়েছে নবগঠিত আহবায়ক কমিটি।

বিজ্ঞাপন

এ পরিস্থিতিতে গত চার দিন ধরে প্রেস ক্লাবের সদস্যরা কার্যালয়ে ঢুকতে পারছেন না। এ ঘটনায় গণমাধ্যম কর্মীদের মধ্যে ব্যাপক অন্তোষ বিরাজ করছে।

এদিকে নওগাঁ জেলা প্রেস ক্লাবে বর্তমানে তিনটি কমিটি বিরাজ করছে। জেলা প্রেস ক্লাবের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, ১৯৭২ সালে প্রতিষ্ঠিত নওগাঁ জেলা প্রেস ক্লাব গঠনতন্ত্র অনুযায়ী পরিচালিত হয়।

বিজ্ঞাপন

গঠনতন্ত্র অনুযায়ী সাধারণ সদস্যদের ঐক্যমত্যের ভিত্তিতে সদ্য বিলুপ্ত কার্যনির্বাহী কমিটির সভাপতি আবু বকর সিদ্দিক গত মঙ্গলবার (১৪ জানুয়ারি) একটি আহ্বায়ক কমিটি গঠন করেন। পাঁচ সদস্যের ওই আহ্বায়ক কমিটিতে প্রেস ক্লাবের সদস্য নাছিমুল হক বুলবুলকে আহ্বায়ক ও আসাদুর রহমান জয়কে সদস্য সচিব করা হয়। প্রেস ক্লাবের সদস্যদের অধিকার ফিরিয়ে দিতে ও বৈষম্যের শিকার প্রকৃত সাংবাদিকদের ক্লাবের সদস্য করার লক্ষ্যে এই আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

অন্যদিকে প্রেস ক্লাবের ক্ষমতা কুক্ষিগত করতে পেশিশক্তি প্রয়োগের মাধ্যমে বহিরাগতদের নিয়ে একটি অবৈধভাবে আহ্বায়ক কমিটি ঘোষণার ঘোষণা দেয়। ৯ সদস্যবিশিষ্ট এই আহ্বায়ক কমিটতে জেলা প্রেস ক্লাবের সদস্য এস এম রায়হান আলমকে আহ্বায়ক ও জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ হোসেনকে মুরাদকে সদস্য সচিব করা হয়। এছাড়া ইনডেপেডেন্ট টেলিভিশনের প্রতিনিধি সাদেকুল ইসলামকে আহ্বায়ক ও সকালের সময় পত্রিকার প্রতিনিধি মাহমুদুননবী বেলালকে সদস্য সচিব করে ১০ সদস্যবিশিষ্ট নওগাঁ জেলা প্রেস ক্লাবের আরেকটি কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার এই কমিটি ঘোষণা দেওয়া হয়।

এ বিষয়ে নওগাঁ জেলা প্রেস ক্লাবের সদ্য বিলুপ্ত কার্যনির্বাহী কমিটির সভপতি আবু বকর সিদ্দিক বলেন, ‘প্রেস ক্লাবের গঠনতন্ত্র অনুযাযী নির্বাচিত কমিটির মেয়াদ শেষ হওয়ায় কমিটি বিলুপ্ত করে গঠনতন্ত্র অনুযাযী এই আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। কিন্তু সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক কোনো নিয়মের তোয়াক্কা না করে বহিরাগতদের নিয় আলাদা আহবায়ক কমিটি গঠন করেন। এদে সদস্যদের মাঝে দ্বন্দ্বের সৃষ্টি হয়। দ্বন্দ্ব এরাতে প্রেস ক্লাব তালাবদ্ধ করে চাবি জেলা প্রেস ক্লাবের কার্যালয়ে ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।’

নওগাঁ জেলা প্রেস ক্লাবের সদ্য বিলুপ্ত কার্যনির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক এ কে সাজু বলেন, প্রেস ক্লাব ঘিরে তিনটি আহ্বায়ক কমিটি ঘোষণার করা হয়েছে যা সদস্যদের জন্য বিব্রতকর। এই পরিস্থিতিতে জেলা প্রশাসনের উচিত যত দ্রুত সম্ভব ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী এই সমস্যার সমাধান করা।

এ ব্যাপারে নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, ‘বিষয়টি নিয়ে আমি খুবই বিব্রত। বিষয়টি সমাধানের একটা চেষ্টা করছি। আপনারা (সাংবাদিকরা) নিজেরা সমস্যার সৃষ্টি করেছেন। এটার সমাধান আপনারা নিজেরাও বসতে পারেন। আমাকে সমাধান দিতে বললে একটু ধর্য ধারণ করতে হবে।