লক্ষ্মীপুরে যুবদল নেতার ওপর স্বেচ্ছাসেবক দল নেতার হামলা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, লক্ষ্মীপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের ভাঙ্গাখা এলাকায় যুবদল নেতা জাকির হোসেনের (৩৫) ওপর হামলার ঘটনা ঘটেছে। সদর উপজেলা (পূর্ব) স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন ও তার লোকজন এ হামলা চালায় বলে অভিযোগ আহত যুবদল নেতার। তবে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হামলা চালানো হয় বলে জানায় স্থানীয়রা।

শনিবার (১৮ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার মিরিকপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত জাকির হোসেন ভাঙ্গাখা ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ সভাপতি ও একই গ্রামের আলী আহম্মদ সওদাগরের ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে নিয়ে যুবদলের জাকির হোসেন ও স্বেচ্ছাসেবক দলের আনোয়ার হোসেন, কবির হোসেন, কৃষকদলের যুগ্ম আহবায়ক মিঠুর বিরোধ দীর্ঘদিনের। শনিবার রাতে স্থানীয় মিরিকপুর বাজারের নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়িতে রওয়ানা হয় জাকির। এসময় পথিমধ্যে স্বেচ্ছাসেবক দলের নেতা আনোয়ার হোসেন সহ বেশ কয়েকজন গতিরোধ করে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। হামলাকারীরা তার (জাকির) শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে। পরে তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।

খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাড. মহসিন কবীর স্বপন। তিনি বলেন, হামলার ঘটনায় জড়িত কাউকে ছাড় দেয়া হবেনা।

বিজ্ঞাপন

জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক হারুনুর রশিদ হারুন বলেন,জড়িত স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

তবে জেলা যুবদলের যুগ্ম আহবায়ক রশিদুল হাসান লিংকন বলেন,এ ঘটনা আমার জানা নেই। ঘটনাটির বিষয়ে খবর নিচ্ছি।

লক্ষ্মীপুর সদর থানার ওসি আব্দুল মোন্নাফ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।