আইসসহ পুলিশ কর্মকর্তা গ্রেফতার, সাময়িক বরখাস্ত

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

আইসসহ পুলিশ কর্মকর্তা গ্রেফতার, সাময়িক বরখাস্ত

আইসসহ পুলিশ কর্মকর্তা গ্রেফতার, সাময়িক বরখাস্ত

ইয়াবার চেয়ে বহুগুণ ক্ষতিকর মাদক আইসসহ এক পুলিশ কর্মকর্তা ও তার সহযোগীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব-৭)।

শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় চকবাজার থানার মেহেদীবাগ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৬০ গ্রাম আইস জব্দ করা হয়।

বিজ্ঞাপন

গ্রেফতার পুলিশ কর্মকর্তা আলমগীর হোসেন চট্টগ্রাম নগর পুলিশের জনসংযোগ শাখায় সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পদে কর্মরত ছিলেন। ঘটনার পর তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন।

র‍্যাব-৭ চান্দগাঁও ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার সাদেকুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের চকবাজার থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ কর্মকর্তার সম্পৃক্ততা ভালোভাবে যাচাই-বাছাই করা হচ্ছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (অপরাধ) রইছ উদ্দিন বলেন, আইসসহ গ্রেফতার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে গ্রেফতারকৃত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।