একসঙ্গে আসছেন জয়া-প্রীতম-এলিটা, রয়ে গেলো রহস্য!

সুরতাল, বিনোদন

মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম | 2025-01-20 13:35:24

আজ (২০ জানুয়ারি) সকালে নন্দিত অভিনেত্রী জয়া আহসান তার ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন। তাতে তার সঙ্গে দেখা যাচ্ছে এ সময়ের অন্যতম জনপ্রিয় দুই সঙ্গীতশিল্পী এলিটা করিম ও প্রীতম হাসানকে।

ছবিটির ক্যাপশনে জয়া লিখেছেন, ‘প্রীতম এবং এলিটার সাথে কাজ করতে পেরে খুবই এক্সাইটেড। আশা করছি আমরা খুব শীঘ্রই আপনাদের সাথে একটি দারুণ চলচ্চিত্র শেয়ার করতে পারব। পরিচালনা করেছেন সাদিয়া ইসলাম রোজা।’

জয়া আহসান

জয়া আহসানের এই পোস্টটি ঘিরে এরইমধ্যে আগ্রহ তৈরি হয়েছে এই তারকার ভক্তদের মধ্যে। তবে কি ধরনের কাজে জয়া-এলিটা ও প্রীতম একসঙ্গে হাজির হবেন তা অনেকটা রহস্য হিসেবেই রাখা হয়েছে। জয়া তার স্ট্যাটাসে ফিল্ম শব্দটি দিয়ে ঠিক কি বুঝিয়েছেন তা কিছুই খোলাশা করেননি।

এ বিষয়ে এলিটা করিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বার্তা২৪.কমকে বলেন, ‘সবচেয়ে ভালো হতো প্রীতম কিংবা জয়া আহসানের সঙ্গে যোগাযোগ করলে। আমি এখন কিছু বলতে চাই না। কারণ আজ বিকেলেই এই কাজটির অফিশিয়াল ঘোষণা আসবে।’

এলিটা করিম

ধারণা করা যায়, এটি কোন গানবিষয়ক কাজ হবে। কারণ প্রীতম আর এলিটা গানের মানুষ, জয়া আহসানের সঙ্গেও গানের যোগাযোগ আছে। তিনি ছোটবেলায় গান শিখেছেন। বড় হয়ে প্লেব্যাক থেকে শুরু করে কোক স্টুডিও বাংলাতেও গান করেছেন। তবে গান না গাইলেও, মিউজিক ভিডিওর মডেল হিসেবে জয়া কাজ করলেও অবাক হওয়ার কিছু নেই। কারণ যে মাধ্যমেই মানসম্মত কাজের ডাক পান সেটাকেই সাদরে গ্রহণ করেন এই সুপারস্টার।

প্রীতম হাসান

Related News