‘দ্য রক’-এর ভিডিও ভাইরাল, কী আছে তাতে?

হলিউড, বিনোদন

মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম | 2025-01-20 18:35:34

তার একেবারেই ভিন্ন দুটি রূপ। রেসলিং-এর ময়দানে তিনি রাজা, তিনি বিদ্ধংসী! আর পরিবারে তিনি একেবারেই সাদামাটা একজন বাবা। যিনি তার কন্যাদের সঙ্গে খুনসুটিতে মেতে উঠতে ভালোবাসেন।
কথা হচ্ছে হলিউডের প্রখ্যাত অভিনেতা ও রেসলিং জগতের ‘দ্য রক’খ্যাত ডোয়াইন জনসনকে নিয়ে। এই তারকা প্রায়ই তার ব্যক্তিজীবনের নানা মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাগাভাগি করে নেন অজস্র ভক্ত অনুরাগীর সঙ্গে।

গতকাল (১৯ জানুয়ারি) সকালে তেমনি একটি ভিডিও শেয়ার করেছেন ডোয়াইন। আর তা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। এ পর্যন্ত তার সেই ভিডিওটি দেখেছে ৩০ মিলিয়নের বেশি মানুষ। মন্তব্য এসেছে প্রায় ৫০ হাজার আর ভিডিওটি শেয়ার হয়েছে ৪২ হাজার।

ডোয়াইন জনসন

কিন্তু কী এমন আছে এই ভিডিওতে, যা দেখার জন্য উন্মুখ হয়ে উঠেছেন নেটিজেন? যারা দেখেননি তাদের জন্য বলা, বডি বিল্ডার এই তারকা দুটি পিচ্চি মেয়ের হাতে পরাস্ত হয়েছেন!

আর সেই মেয়ে দুটি তারই নিজের সন্তান। পৃথিবীর চোখে তিনি ‘দ্য রক’ হলেও মেয়েদের চোখে যে তিনি নিতান্তই একজন সাধারণ বাবা সে কথাই প্রমাণ হয়েছে এই ভিডিওটিতে। বাবাকে তারা পিচ্চি দুটি বোন মনের মতো করে সাজিয়েছেন মেকাপ দিয়ে! আর তা দেখেই কেউ হয়েছেন অবাক, কেউ হেসে কুটি কুটি, কেউবা আবার ভালোবাসার ছোঁয়ায় সিক্ত।

ভিডিওর ক্যাপশনে ডোয়াইন জনসন লিখেছেন, ‘‘আমার দুটি ‘টর্নেডো’ দিয়ে কি শুরু হয়েছিল দেখুন। জ্যাজি এবং টিয়া জিজ্ঞাসা করেছিলো, ‘বাবা আমরা কি তোমার চোখের ওপর একটু আইস্যাডো লাগাতে পারি?’, এবং আমি বলছি, ‘হ্যাঁ, কিন্তু দ্রুত করে দাও কারণ আমাকে জিমে যেতে হবে’।’’

এভাবেই কন্যারা সাজিয়ে দিয়েছে ‘দ্য রক’কে

অনুমতি পেয়েই যেন মেয়ে দুটি নিজেদের সব ক্রিয়েটিটি দেখিয়েছে বাবার সারা মুখ, কপাল, ঘাড়, গলা এমনকি বাদ যায়নি চুলবিহীন মাথা পর্যন্ত! লিপস্টিক, আইস্যাডো, ব্লাসন সব কিছু দিয়ে বাবাকে তারা মনের মতো সাজিয়েছে।

এই কাণ্ডতে ডোয়াইন যে একটুও বিরক্ত নন, বরং তার মজাই লেগেছে তা জানিয়েছেন ফুট নোটে। তার ভাষ্য, ‘আমি জানি তারা সবসময় ছোট থাকবে না, বড় হলে বাবার সাথে আড্ডা দিতে পছন্দ করবে না, কিন্তু তারা সবসময় আমার বাচ্চা মেয়ে হয়েই থাকবে আমার কাছে। তাই আমি এখন তাদের সাথে যতোটা সময় কাটাতে পারি ততোই নিজেকে সার্থক মনে হয়।’

ডোয়াইন জনসন

এদিকে সম্প্রতি ডোয়াইনের ক্যরিয়ারে একটি বিশেষ প্রাপ্তি যোগ হয়েছে। সে সম্পর্কে তিনি আরেকটি পোস্টে লিখেছেন, ‘আমার তিন মেয়ে থাকার পাশাপাশি আমার সামোয়ান হাই চিফ পদবী ‘হাই চিফ সিউলি’ আমার জীবনের অন্যতম সম্মান। আমি ২০ বছর আগে উচ্চপ্রধান মালেটোয়া টুনামাফিলি এবং আমাদের সামোয়ার লোকদের প্রতি একটি অঙ্গীকার করেছিলাম যে, আমি আমার ছেলেসুলভ পথকে পিছনে ফেলে কালো সংস্কৃতিকে সারা বিশ্বে নিয়ে যাবো সম্মান, গর্ব, উদারতা, নম্রতা এবং যোদ্ধা আত্মার সঙ্গে।’

Related News