ওয়েস্টার্ন পোশাকে শো স্টপার রুনা, মাতালেন আর্কা ফ্যাশন উইক

ও‌য়েব ও সি‌রিজ, বিনোদন

মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম | 2025-01-21 13:00:14

‘সবার জন্য ফ্যাশন’ প্রতিপাদ্যে তেজগাঁও-গুলশান লিংক রোডের আলোকি কনভেনশন সেন্টারে হয়ে গেলো আর্কা ফ্যাশন উইকের তৃতীয় আসর। চার দিনের এই আয়োজন শেষ হয়েছে গত ১৯ জানুয়ারি।

আর সেই সমাপনী দিনেই শো স্টপার হিসেবে র‌্যাম্পের মঞ্চ আলোকিত করলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সময়ের আলোচিত অভিনেত্রী রুনা খান।

আর্কা ফ্যাশন উইক-এ শো স্টপার রুনা খান

রুনা খান প্রতিনিয়ত নিজের ফ্যাশনকে ছাড়িয়ে নতুন দিগন্ত ছুঁয়ে যাচ্ছেন যেন। আর্কার এই লুকটিও ছিলো তেমন। এমন লুকে আগে কখনোই তাকে দেখা যায়নি। কারণ, আর্কা ফ্যাশন উইক মূলত তরুণ প্রজন্মের রাখঢাকহীন ফ্যাশনের জন্য আলাদাভাবে পরিচিতি পেয়েছে। এমনকি এবারের আসরে দর্শকদের স্ট্রিট ফ্যাশন শো’ও সোশ্যাল মিডিয়ায় বেশ চর্চায় এসেছে।

রুনা খান আর্কা ফ্যাশন উইকের মঞ্চে ওঠেন তরুণ নারী ফ্যাশন ডিজাইনার তানহা শেখের নিজস্ব ব্র্যান্ড ‘তান’-এর এক্সক্লুসিভ কালেকশন গায়ে জড়িয়ে। নেভি ব্লু রঙের ভিন্ন কাটিং প্যাটার্নের অফ সোল্ডার শর্ট গাউনটিতে রুনাকে একেবারেই অন্য রকম লাগছিলো। এদিন তার মেকাপ করেছে এলিগেন্ট লুক বাই সামিনা সারা। র‌্যাম্প কোরিওগ্রাফি করেছেন আজরা মাহমুদ।

আর্কা ফ্যাশন উইক-এ শো স্টপার রুনা খান

এই শোতে হাটা নিয়ে রুনা খান বার্তা২৪.কমকে বলেন, ‘আমি মনে করি শিল্পীদের হতে হয় সকল শ্রেণি, পেশা, ধর্ম, বয়স, স্থান ও কালের। তাই আমি আর্কা ফ্যাশন উইকে একেবারে তরুণ প্রজন্মের সঙ্গে মিশে যেতে চেয়েছি। আমাকে যখন ডিজাইনার তানহা এই শোটির জন্য অ্যাপ্রোচ করেছিলো, আমি তা সানন্দে গ্রহণ করি। কারণ, তারা একেবারেই নতুন প্রজন্মকে রিপ্রেজেন্ট করে। আমি তাদের সঙ্গেই পথ চলতে চাই। তরুণদের সঙ্গে সময় কাটানো মানে নিজেকে আরও বেশি সতেজ করে তোলা। তাছাড়া তরুণ প্রজন্মের ডিজাইনারদের মধ্যে আমার কাছে যে দুই তিনজন ডিজাইনারকে সবচেয়ে ভালো লাগে তারমধ্যে তানহা একজন। সবমিলিয়ে আমার অভিজ্ঞতা দারুণ ছিলো।’

শো স্টপার রুনা খান ও ডিজাইনার তানহা শেখ

মিলেনিয়াল, জেন জি ও জেন আলফা-ফ্যাশনপ্রেমী নানা বয়সী মানুষের পদচারণে মুখর হয়ে উঠেছিলো এবারের আর্কা ফ্যাশন উইক। জমজমাট ছিল আয়োজনের মার্কেটপ্লেস, ডিজাইন ল্যাব ও ফুড জোন। দিনব্যাপী চলেছে রিকশা পেইন্টিং, কাঁথা স্টিচ ইত্যাদি বিষয়ে মাস্টারক্লাস। এছাড়া ছিল জমকালো ফ্যাশন শো।

নতুন ডিজাইনারদের পোশাকে দেখা গেছে টেকসই, পরিবেশবান্ধব ও পুনর্ব্যবহারযোগ্য উপাদান। সৃজনশীল নবাগত ডিজাইনাররা পশ্চিমা পোশাকে ব্যবহার করেছেন ডেনিম, লেদার, গামছা প্রিন্ট, কাপড়ের পুতুল, বেনারসি ও পাট।

আর্কা ফ্যাশন উইক-এ শো স্টপার রুনা খান

দর্শনার্থীদেও পোশাকেও দেখা গিয়েছে ভিন্নতা। থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে গতানুগতিক ধারার বাইরে কেউ শাড়ি পরেছে কুঁচি ছাড়া পেঁচিয়ে, কেউ ব্লাউজের পরিবর্তে পরেছে শার্ট, টপ বা জ্যাকেট, কেউবা দেশি শাড়ির সঙ্গে পরেছে পশ্চিমা ধাঁচের গয়না। শাড়িতে কিছুটা ভিন্নতা যোগ করতে শাড়ির সঙ্গে লেদার, মেটাল, কড়িসহ বিভিন্ন ধরনের বেল্ট পরেছেন অনেকে। কয়েকজন পুরুষ দর্শনার্থীকে দেখা যায় প্যান্ট ও জ্যাকেটের সঙ্গে শাড়ি পরতে। এ ছাড়া মাথায় ব্যান্ডানা পরেছেন কেউ কেউ। দর্শনার্থীদের পোশাকে বোহেমিয়ানের দেখা মিলেছে আজ। সোশ্যাল মিডিয়ার ভোটের মাধ্যমে এই অংশগ্রহণকারীদের মধ্য থেকে ঘোষণা করা হয় বিজয়ী।

আর্কা ফ্যাশন উইক-এ শো স্টপার রুনা খান

Related News