ডিজিটাল মিডিয়ায় রবিন রাফান, যার আসল নাম ওবায়দূর রহমান। তার সৃজনশীল কাজের জন্য ‘ঢালিউড ফিল্ম ও মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৫‘-এ বেস্ট কনটেন্ট ক্রিয়েটর অ্যাওয়ার্ড জিতেছেন তিনি।
‘ঢালিউড ফিল্ম ও মিউজিক অ্যাওয়ার্ড ২০২৫’ আয়োজন করা হয়েছিল নিউ ইয়র্কের ফ্লাশিং মিডোজ করোনায় পার্ক কুইন্স থিয়েটারে। এই অনুষ্ঠানে দেশের জনপ্রিয় শোবিজ তারকারা উপস্থিত ছিলেন
পুরস্কারটি গ্রহণ করার পর রবিন রাফান বলেন, ‘এই সম্মাননা আমি কখনো কল্পনা করতে পারিনি যখন আমি প্রথম কনটেন্ট তৈরি শুরু করি। আমি গর্বিত যে বাংলাদেশকে বিশ্বমঞ্চে প্রতিনিধিত্ব করতে পারছি এবং আমাদের গল্পগুলো বিশ্ববাসীর সামনে তুলে ধরতে পারছি। এই পুরস্কারটি আমি আমার সকল সমর্থক এবং ঢালিউডের সকল শিল্পীদের প্রতি উৎসর্গ করছি, যারা আমাকে প্রতিদিন অনুপ্রাণীত করেন।’
‘ঢালিউড ফিল্ম ও মিউজিক অ্যাওয়ার্ড ২০২৫’-এ চলচ্চিত্র, সংগীত এবং ডিজিটাল কনটেন্টে অসাধারণ প্রতিভাদের স্বীকৃতি জানানো হয়। ওয়েব ফিল্মে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন অভিনেতা মামুনুন ইমন তার ‘মায়া’ ওয়েব ফিল্মের জন্য, ‘গাঁইয়া’ ওয়েব ফিল্মে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন প্রার্থনা ফারদিন দিঘী, বেস্ট ওয়েব সিরিজে সেরা অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব তার ‘গোলাম মামুন’ ওয়েব সিরিজের জন্য এবং সেরা অভিনেত্রী পুরস্কার পেয়েছেন অর্চিতা স্পর্শিয়া। টিভি নাটকে সেরা অভিনেত্রীর পুরস্কার পান সাফা কবির তার ‘বেড নং ৩’ নাটকের জন্য।
চলচ্চিত্র অভিনেতা অমিত হাসানকে আজীবন সম্মাননা দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, রবিন রাফানের দক্ষতা তাকে বাংলাদেশের পাশাপাশি আন্তর্জাতিক দর্শকদেরও আকর্ষণ করতে সক্ষম করেছে। তিনি ডিজিটাল মিডিয়ার মাধ্যমে বিশ্বজুড়ে দর্শকদের একত্রিত করার শক্তি প্রদর্শন করেছেন। তার কাজ শুধু শিক্ষামূলক কনটেন্টই নয়, বাংলাদেশির সাংস্কৃতিক ঐতিহ্যও তুলে ধরে। কাজের স্বীকৃতি হিসেবে এর আগে তিনি টিকটক অফিশিয়াল আয়োজিত প্রথম টিকটক অ্যাওয়ার্ডস-এ ‘বেস্ট লং ফ্রম কন্টেন্ট ক্রিয়েটর’ ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পেয়েছিলেন।
একজন কনটেন্ট ক্রিয়েটর হিসেবে রবিন রাফান এখন বাংলাদেশে নবাগত কনটেন্ট ক্রিয়েটরদের কন্টেন্ট ক্রিয়েশন বিষয়ক শিক্ষা দেওয়ার পরিকল্পনা করছেন। এছাড়া ভবিষ্যতে, রবিন রাফান আরও বেশি প্রকল্প নিয়ে কাজ করার পরিকল্পনা করছেন যা বাংলাদেশি সৃজনশীলতা বিশ্বমঞ্চে তুলে ধরার তার মিশন আরও শক্তিশালী করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
এদিকে, রবিন রাফানের আগামী বইটি কনটেন্ট ক্রিয়েশন এবং ফ্রিল্যান্সিং ক্যারিয়ার নিয়ে, যা এ বছরের একুশে বইমেলায় ‘বর্ষাদুপুর’ প্রকাশনী থেকে প্রকাশিত হবে। এই বইটির প্রি-অর্ডার চলছে বেশ কয়েকটি বই বিক্রির ওয়েবসাইটে, যেমন rokomari.com, pbs.com.bd, boisodai.com , walilife.com ইত্যাদিতে।